দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার জ্বালানি তেলের মজুত নিয়ে কঠোর সতর্কবার্তা দিলেন দেশটির জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা।
দেশটির জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেছেন, তাদের দেশে ব্যবহারের মতো একদিনের কম পেট্রোল মজুত রয়েছে। পেট্রোলের পরবর্তী চালান আসতে আরও দুই সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে। এই অবস্থায় তাদের জন্য সামনে আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে দেশটির শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, ৪ জুলাই হতে আরও এক সপ্তাহ বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব ধরনের স্কুল। আগামী গ্রীষ্মকালিন ছুটির মেয়াদেই সিলেবাস সম্পূর্ণ করা হবে।
রবিবার জ্বালানিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, তাদের কাছে বর্তমানে ১২ হাজার ৭৭৪ টন ডিজেল এবং চার হাজার ৬১ টন পেট্রোল রয়েছে। পেট্রোলের পরবর্তী চালান ২২-২৩ জুলাইয়ের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ডিজেলের একটি চালান এই সপ্তাহের শেষদিকে পৌঁছাবে বলে আশা করলেও উইজেসেকেরা সতর্ক করে দিয়ে বলেছেন যে, পর্যাপ্ত জ্বালানি এবং অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ অর্থ শ্রীলঙ্কার হাতে নেই। জ্বালানি কিনতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে কেবল ১২ কোটি ৫০ লাখ ডলার দিতে পারবে, যা জ্বালানির পুরো চালান খালাসের জন্য প্রয়োজনীয় ৫৮ কোটি ৭০ লাখ ডলারের চেয়েও অনেক কম। এই বছর জ্বালানি দেওয়া সাত সরবরাহকারী দেশটির কাছে এখনও ৮০ কোটি ডলার পায় বলেও জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কা ব্যক্তিগত যানবাহনে জ্বালানি তেল বিক্রিতে আগামী সপ্তাহ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার পর দেশটির জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ার এ খবর দেওয়া হলো।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।