দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩০ বছর পূর্ণ হওয়া বলিউডের জনপ্রিয় নায়িকা আলিয়া আদভানী, বলিউড যাঁকে চেনে কিয়ারা আদভানি নামে। এক সময়ের সেই ছোট্ট শিশুটিই আজকের বলিউড অভিনেত্রী।
১৯৯৩ সালের বিজ্ঞাপনে দেখা যায় এই ছোট্ট শিশুকে। সাবানের বিজ্ঞাপনে সে অভিনয় করেছি তার মায়ের সঙ্গে। যদিও অভিনয় কী তা জানার অবস্থায় ছিলেন না তিনি, কারণ তখন তার বয়স ছিল মাত্র ৮ মাস।
এক বছর বয়স হওয়ার পূর্বেই প্রথমবারের মতো মায়ের সঙ্গেই ক্যামেরার সামনে হাজির হয় অভিনেত্রী। এর প্রায় দু’দশক পর সেই ছোট্ট মেয়েটি ডেবিউ করে বলিউডে। ক্রমেই তিনি হয়ে ওঠেন এই সময়কার বলিউডের অন্যতম জনপ্রিয় নাায়িকা, গত ৩১ জুলাই তার ৩০ তম জন্মদিন ছিলো।
কিয়ারার মা ছিলেন একজন মডেল, অনেক বিজ্ঞাপনেই দেখা যায় তাকে। মায়ের সঙ্গেই ছোটবেলায় বেবি মডেল হিসাবে ডেবিউ করেন কিয়ারা। এই অভিনেত্রীর মায়ের নাম জেনিভি আদভানি। ২০১৬ সালে একটি ট্যুইট করে জানিয়েছিলেন, মায়ের সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার করা এই বিজ্ঞাপন তার কাছে সবচেয়ে দামী এবং এখনও অবধি সবচেয়ে স্মরণীয় দৃশ্য। ২০১৬ সালে মা দিবসে সেই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই মনিমানিক্য এবার খুঁজে পেলাম। মায়ের সঙ্গে আমার প্রথম বিজ্ঞাপনের দৃশ্য। তোমার জন্যই আমি, তোমায় খুবই ভালোবাসি মা।’ মিষ্টি কিয়ারাকে দেখে আপ্লুত তার ফ্যানরাও।
কেও লিখেছিলেন কিউট, কেওবা লিখেছেন মিষ্টি। ছোট্ট কিয়ারা সত্যিই মিষ্টি ছিলেন। মাঝে-মধ্যে নিজের ছোটবেলার ছবি শেয়ার করেন কিয়ারা। লকডাউনের মধ্যেই ১৯৯৬ সালের একটি ভিডিও পোস্ট করেন এই অভিনেত্রী। সেই ভিডিও নাচতে দেখা গিয়েছিল ছোট্ট শিশু আলিয়া অর্থাৎ কিয়ারাকে। সেখানেও সঙ্গে ছিলেন তারই মা। শিশুদিবসে পোস্ট করেছিলেন তার সাইক্লিংয়ের ভিডিওটি। প্রায় সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ঝলক দিয়ে থাকেন এই নায়িকা।
এই বছর জন্মদিনটা দুবাইয়ে কাটাচ্ছেন নায়িকা। সঙ্গে রয়েছেন তার প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা। যদিও দুজনের কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেন না। কিন্তু সম্প্রতি কফি উইথ করণে এসে অনন্যা পান্ডে কার্যত ফাঁস করে দিয়েছেন তাদের প্রেম কাহিনী।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।