দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হামলার জন্য বিতর্কিত লেখক সালমান রুশদি ও তার সমর্থকদেরই দায়ী করেছে ইরান। দেশটি বলেছে যে, রুশদির ওপর ছুরি হামলার জন্য ইরানকে দায়ী করার অধিকার কারও নেই।
গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন দাবি করে। এদিকে সামলান রুশদি সুস্থ হয়ে উঠছেন। তিনি আগের মতোই হাসপাতালে তার কাছে থাকা মানুষদের সঙ্গে খোশগল্পও করেছেন।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির অবস্থা গুরুতর। তবে তিনি এখনও উচ্ছল রয়েছেন। হাসিঠাট্টা করছেন। রুশদির ছেলে জাফর রুশদি এইসব কথা বলেছেন। জাফর রুশদি বলেছেন, তার বাবাকে যেভাবে আঘাত করা হয়, তাতে তার জীবন নিয়ে শঙ্কায় ছিল। তবে তিনি এখন পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন। রুশদির ওপর হামলার জন্য অনেকেই ইরানের দিকেও আঙুল তুলেছেন। হামলাকারীর মোবাইলে ইরানের সাবেক জেনারেল কাসেম সোলেইমানির ছবি পাওয়া যায়। আবার ‘স্যাটানিক ভার্সেস’ লেখার পর সালমান রুশদিকে হত্যার জন্য ফতোয়া ঘোষণা করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সাহিত্য সভায় বক্তৃতা দেওয়ার পূর্বে তার ওপর ঝাঁপিয়ে পড়েন হাদি মাতার নামে জনৈক যুবক।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।