দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) সাম্প্রতিক এক গবেষণা বলছে যে, সূর্য এবার মধ্যবয়সে পৌঁছে গেছে। ধারণা করা হচ্ছে যে, সূর্যের বয়স এখন ৪ দশমিক ৫৭ বিলিয়ন বছর!
নতুন এই গবেষণা অনুযায়ী দেখা যায়, সূর্য মধ্যবয়সে পৌঁছানোর কারণে ঘন ঘন সৌরশিখা সৃষ্টি হচ্ছে, করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) এবং সৌরঝড়ের মতো নানা রকমের সংকটের মধ্যদিয়েই যাচ্ছে।
গাইয়া নামে ইএসএর পাঠানো মহাকাশযান হতে পাওয়া সাম্প্রতিক এক তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সূর্য সম্পর্কে নতুন এই তথ্য দিয়েছেন। এর মাধ্যমে মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্রের জীবনযাত্রার বৈচিত্রময় তথ্যও জানা সহজ হয়ে যাবে।
গত ১৩ জুন গাইয়া মহাকাশযান হতে তৃতীয়বারের মতো বড় পরিসরে তথ্য (ডিআরথ্রি) উন্মুক্ত করা হয়েছিলো। এতে কয়েক মিলিয়ন নক্ষত্র পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ তথ্যও ছিল। এর মধ্যে নক্ষত্রের তাপমাত্রা, আকার এবং ভরের মতো বিষয়গুলোও সংযুক্ত ছিল।
পৃথিবী থেকে যেসব নক্ষত্রের দেখা পাওয়া যায় সেগুলোর উজ্জ্বলতা এবং রং সঠিকভাবে ধরতে পারে গাইয়া। ওই গবেষণায় দেখা গেছে যে, তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে সূর্য কেমন রূপ ধারণ করবে তার পূর্বাভাসও দিতে সক্ষম হয়েছেন গবেষকরা।
বিজ্ঞানীরা মনে করছেন, সূর্যের মূল অংশে হাইড্রোজেন জ্বালানি কমে গেলে এবং ফিউশনপ্রক্রিয়ায় পরিবর্তন ঘটলে এটি মূলত একটি লাল বিশাল নক্ষত্রে পরিণত হবে। এতে সূর্য পৃষ্ঠের তাপমাত্রাও কমবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।