দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজোনাসে যানবাহন চলাচলের সময় একটি সেতু ভেঙে পড়ে অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ওই ঘটনায় এখনও ১৫ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছেন। দমকলকর্মী এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রাদেশিক রাজধানী মানাউস হতে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দক্ষিণে একটি শহর কেরিরোতে বিআর-৩১৯ হাইওয়েতে কংক্রিটের একটি সেতু ধসে পড়ে। অ্যামাজোনাস ফায়ার ডিপার্টমেন্ট বুধবার (২৮ সেপ্টেম্বর) জানিয়েছে, তারা এই ঘটনায় এক ডজনেরও বেশি নিখোঁজ মানুষকে খুঁজছে।
কর্মকর্তারা জানিয়েছেন, কিছু যানবাহন সেতু পার হওয়ার সময় এটি ভেঙে পড়ে। এতে ১৪ জন আহত হন। ব্রিজের কেন্দ্রীয় অংশ ভেঙে একেবারে পানিতে পড়ে যায়। একটি সাদা ট্রাকসহ কিছু যানবাহন নদীতে তলিয়ে যায়।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সেতুটিতে আগেই একটি ফাটল তৈরি হয়েছিল, ধসের আগে যানজটের সৃষ্টি হওয়ায় এমন ঘটনা ঘটেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।