দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব্বই দশকের আধুনিক বাংলা গানের জনপ্রিয় গায়কদের একজন হলেন মখলেছুল ইসলাম নীলু। বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের তালিকাভুক্ত এই শিল্পী তিন যুগের ক্যারিয়ারে ৬টি একক অ্যালবাম প্রকাশ করেছেন।
গত ২১ অক্টোবর ‘যতই তোমায় ভালোবাসি’ শিরোনামে নতুন এই গান-ভিডিও নিয়ে হাজির হয়েছেন মখলেছুল ইসলাম নীলু। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজনে ছিলেন আদিব কবির। আর গানের সঙ্গে মিল রেখে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এই গানে মডেল হয়েছেন তারেক তাজ এবং সাথী।
‘যতই তোমায় ভালোবাসি’ গানটি সম্পর্কে মখলেছুল ইসলাম নীলু বলেছেন, ‘আমরা যখন গভীরভাবে কারও প্রেমে পড়ি তখন তাকে যতোই ভালোবাসি না কেনো তা অল্পই মনে হয়। তখন আরও ভালোবাসার আকুলতায় ভরে ওঠে প্রেমিক মন। শুদ্ধ এবং সুরেলা গান যারা পছন্দ করেন, গানটি তাদের ভালো লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।