দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাতীয় রাজস্ব বোর্ড (এন বি আর) এই বছরও মেটলাইফ বাংলাদেশকে ২০২১-২০২২ কর বছরের জন্য শীর্ষ করদাতা সংস্থাগুলোর মধ্যে একটি হিসাবে ঘোষণা করেছে।
এই নিয়ে ১২তম বছরের মতো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করলো মেটলাইফ। মেটলাইফ বাংলাদেশই একমাত্র বীমা কোম্পানি যা এই শীর্ষ করদাতার স্বীকৃতি পেয়েছে।
দেশের অর্থনীতিতে কর হিসেবে ২৮১ কোটি টাকারও বেশি অবদানের জন্য মেটলাইফ বাংলাদেশকে “অন্যান্য ক্যাটাগরি (কোম্পানি)”-তে এই স্বীকৃতি দেওয়া হয়।
মেটলাইফ বাংলাদেশের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চীফ ফিনান্সিয়াল অফিসার, আলা উদ্দিন এই পুরস্কার গ্রহণ করেন।
শীর্ষ করদাতাদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন ও সিনিয়র সচিব,অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবঙ এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
উল্লেখ্য, মেটলাইফ বাংলাদেশের ১ মিলিয়নেরও বেশি ব্যক্তিগত গ্রাহক ও ৮০০ টিরও বেশি সংস্থাকে আন্তর্জাতিক মানের জীবন বীমা সেবা প্রদান করে চলেছে। খবর প্রেস বিজ্ঞপ্তির।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।