দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামের শান্তির বাণী সর্বত্র পৌঁছে দিতে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যোগ দিচ্ছেন টঙ্গীর তুরাগ তীরে। বিশ্ব ইজতেমা ময়দান এখন যেনো লাখো মুসল্লির পদচারণায় এক মহাসমুদ্রে পরিণত হয়েছে। আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
ভোর থেকে রাত পর্যন্ত অবিরাম চলছে বিভিন্ন ভাষায় বয়ান, দেশ-বিদেশের খ্যাতিমান আলেমরা বয়ান করছেন।
পবিত্র কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার ৩দিন অতিবাহিত হয়ে আজ রবিবার (১৫ জানুয়ারি) প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে তা সমাপ্ত হবে।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে এই আখেরি মোনাজাত। আর এর মধ্যমে শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এই মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা যায়। বিশেষ এই তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে ইজতেমার আয়োজকরা মনে করছেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব হবে আগামী শুক্রবার ২০ জানুয়ারী এবং আখেরী মোনাজাত হবে রবিবার (২২ জানুয়ারী) সকালে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।