দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে কুকুরের ছোড়া গুলিতে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে উঠে এসেছে দেশটির গণমাধ্যমের এক খবরে।
বিষয়টি শুনতে অবাক করার মতো হলেও এমনটি ঘটেছে বলে স্কাই নিউজের এক প্রতিবেদনে জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের কেউডা স্প্রিংস শহরের নিকটে। পুলিশ জানিয়েছে যে, নিহত ব্যক্তির বয়স ৩০ বছর। তবে পুলিশ তার পরিচয় এখনও প্রকাশ করেনি। ঘটনাটি ঘটেছে একটি পিকআপ ভ্যানে। গাড়ির পিছনে পাওয়া সরঞ্জামগুলো ইঙ্গিত করে যে, এটি আসলে একটি শিকার সম্পর্কিত ঘটনা ছিল।
নিহত ওই ব্যক্তি পিকআপ চালকের পাশে যাত্রীর আসনে বসেছিলেন। পিকআপের পেছনে ছিল বোঝাই রাইফেল এবং কুকুর। হঠাৎ কোনো কারণে কুকুরের পা রাইফেলের ট্রিগারে পড়ে গিয়েছিলো। এভাবেই ঘটে যায় ওই দুর্ঘটনাটি। গুলি বেরিয়ে এসে যুবকের একেবারে পিঠে বিদ্ধ করে।
ওয়েলিংটনের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান টিম হে জানিয়েছেন, চালকের আসনে থাকা ব্যক্তিটি অক্ষতই ছিল। সুমনার কাউন্টি শেরিফের কার্যালয় স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন যে, কুকুরের পা লাগার কারণে রাইফেল থেকে গুলি বের হয়ে যায়।
এক বিবৃতিতে আরও বলা হয়, যাত্রী আসনে থাকা যুবককে পেছন থেকে গুলিটি করা হয়। যুবককে বাঁচাতে জরুরি পরিষেবা ডাকা হয়েছিলো। তাকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করা হলেও সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
কাউন্টি শেরিফ দপ্তর জানিয়েছে যে, এই ঘটনার পর অধিকতর তদন্ত চলছে। গাড়ি এবং কুকুরটির প্রকৃত মালিক সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।