দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারের পর চিত্রনায়িকা মাহিয়া মাহিকে প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় জামিন দিয়েছেন আদালত। তবে অভিযোগ সম্পর্কে তদন্তে নেমেছে পুলিশ।
গতকাল (শনিবার) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মাহিকে গ্রেফতার করে। চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে পুলিশের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়। তিনি নাকি পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগ করেছে যে, পুলিশকে বিতর্কিত করার মিশনে নেমেছেন তিনি। অথচ মাহী বা তার স্বামী জমিজমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পুলিশের কাছে আসেননি। অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করে। গতকাল (শনিবার) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করা হয়। যেহেতু মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা তাই সেই বিবেচনায় আদালত মাহিকে জামিন দিয়েছেন বলে জানিয়েছেন মাহির আইনজীবি।
মাহির গ্রেফতার ও জামিন নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহী সৌদি আরবের মক্কা শহর হতে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শো-রুম ভাঙচুর এবং হামলার অভিযোগ করেছিলেন।
উল্লেখ্য, এর পূর্বে চিত্রনায়িকা মাহিয়া মাহী এবং তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি ও মারধর, ভাঙচুর, চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা হয়। শুক্রবার (১৭ মার্চ) রাতে বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে এই মামলা করেন। এছাড়াও জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।
স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহী সৌদি আরবের মক্কা শহর হতে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শো-রুম ভাঙচুর এবং হামলার অভিযোগ করেন।
ফেসবুক লাইভে তিনি দাবি করেন যে, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেস নামে তার স্বামীর গাড়ির শো-রুম রয়েছে। সেই শো-রুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা শো-রুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শো-রুমের বিভিন্ন আসবাব, দরজা-জানালার কাচ, টেবিল-চেয়ার ভাঙচুর করে। শো-রুমের সাইনবোর্ডও খুলে ফেলে। দুর্বৃত্তরা তার অফিসকক্ষ তছনছ করে টাকা-পয়সা লুট করে নিয়ে গেছে।
ইসমাইল হোসেন ওরফে লাদেন এবং মামুন সরকারের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহিয়া মাহি। এছাড়াও ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও তোলেন মাহিয়া মাহী। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহিয়া মাহী এবং তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।