দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যাক্টেরিয়া সংক্রমণ ছাড়াও কয়েকটি কারণে প্রস্রাব করার সময় জ্বালাভাব হতে পারে। এমন সমস্যায় আসলে কী হতে পারে সংক্রমণ নাকি কোনও জটিল রোগ?
প্রস্রাবের সময় মাঝে-মধ্যেই অনেকেই হালকা ব্যথা কিংবা অস্বস্তি অনুভব করেন। প্রাথমিকভাবে কোনও অসুবিধা না হলেও, মূত্রাশয়ে ব্যাক্টেরিয়া সংক্রমণের কারণে এমনটি হয়ে থাকে। গরমের সময় এই সমস্যা আরও বাড়ে। প্রস্রাব করার সময় তীব্র ব্যথা হওয়াকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ডিসুরিয়া’। প্রস্রাব করার সময় তীব্র ব্যথা, জ্বালা, যৌনাঙ্গ সংলগ্ন কোষগুলোতে চাপ অনুভূত হওয়া আসলে ডিসুরিয়ার অন্যতম লক্ষণ। ব্যাক্টেরিয়া সংক্রমণ ছাড়াও কয়েকটি কারণে প্রস্রাব করার সময় এমন সমস্যা হতে পারে।
আর কোন কোন কারণে প্রস্রাব করার সময় ব্যথা এবং জ্বালাভাব হতে পারে তা জেনে নিন।
# দেখা দেয় বেশি মাত্রায় শুকনো খাবার খাওয়ার প্রবণতা। শরীরে পানির পরিমাণ কমে গেলে এই ধরনের সমস্যা দেখা দেয় অনেক সময়।
# বদহজমের কারণেও প্রস্রাবের সময় এমন ব্যথা হতে পারে। প্রস্রাব করার আগে যদি কিছু খেয়ে থাকেন ও তা যদি ঠিক করে হজম না হয়, তা হলেও এই সমস্যা দেখা দিতে পারে।
# অতিরিক্ত শরীরচর্চা করলেও অনেক সময় প্রস্রাবের সময় ব্যথা হতে পারে। বেশি ব্যায়াম করলে শরীরের অন্যান্য অংশের কোষে তখন চাপ পড়ে। বাড়তি চাপের কারণেও অনেক সময় ব্যথা হতে পারে।
# এই কারণগুলো ছাড়াও অন্য কোনও শারীরিক সমস্যা থাকলেও অনেক সময় ডিসুরিয়ার সমস্যা হতে পারে। কিডনিতে পাথর হলে বা যৌনরোগ হলেও প্রস্রাবের সময় জ্বালাবোধ হতে পারে। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।