দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের একটি প্রতিনিধি দলের চলতি মাসেই বাংলাদেশ সফরের কথা ছিল। তবে ঘূর্ণিঝড় মোখাসহ বিভিন্ন কারণে প্রত্যাবাসন বা মিয়ানমারের প্রতিনিধিদলের সফর এখনও নিশ্চিত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক বিফ্রিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন সাংবাদিকদের জানিয়েছেন, সাইক্লোন মোখায় মিয়ানমারের রাখাইনে অনেক ক্ষতি সাধিত হয়েছে। তাই মিয়ানমারের প্রতিনিধি দল ঠিক কবে বাংলাদেশে আসবে কিংবা প্রত্যাবাসন কবে শুরু হবে তার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
মুখপাত্র আরও বলেন, গত ৫ মে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল ও প্রত্যাবাসনের প্রথম ব্যাচের অন্তর্ভুক্ত ২০ জন রোহিঙ্গা মিয়ানমারে রাখাইন রাজ্যের মংডু সফর করেছেন। সরেজমিন রাখাইন সফর শেষে ফিরে এসে রোহিঙ্গারা যে সকল অস্পষ্ট বিষয় উল্লেখ করেছেন সেগুলো ইতিমধ্যেই মিয়ানমারকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, প্রত্যাবাসনের জন্য নির্বাচিত রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধিদল মে মাসে কিংবা তার নিকটবর্তী সুবিধাজনক সময় বাংলাদেশ সফর করবে বলে আশা করা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।