দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মেটা গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখেই নতুন একটি ফিচার বাজারে নিয়ে এলো। যে কারণে কাওকে মেসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যে সেটি এডিটের সুযোগও রাখা হয়েছে।
সম্প্রতি মেটার (ফেসবুক) প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে এই ঘোষণাটি দিয়েছেন। হোয়াটসঅ্যাপ হলো মেটারই একটি মেসেজিং অ্যাপ।
এই বিষয়ে এক ফেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ বলেছেন যে, কোনো ব্যবহারকারী মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যেই এডিট কিংবা পরিবর্তনও করতে পারবেন।
এই সুবিধাটি ইতিমধ্যেই চালু করা হয়েছে যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীই এটি পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে কীভাবে কাজ করবে এই এডিট মেসেজটি তা জেনে নিন।
হোয়াটসঅ্যাপে যে কোনো মেসেজ পাঠানোর পরই যেটি আপনি এডিট করতে চাইছেন তার ওপর চাপ দিয়ে ধরতে হবে। আর তখন এডিট মেসেজ অপশন পাবেন, সেখানে চাপ দিলেই ম্যাসেজটি এডিট করা যাবে।
বলা হয়েছে, মেসেজটি সংশোধন করতে চাইলে আপনাকে প্রথমে পাঠানো ম্যাসেজটির ওপর চাপ দিয়ে ধরতে হবে ও এডিট অপশনটি আপনাকে বাছাই করতে হবে। এডিট করার পর মেসেজটির পাশে এডিটেড নামে একটি ট্যাগও থাকবে।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, ‘আমরা আনন্দিত যে, আপনি এখন থেকে আপনার চ্যাটের ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন, যেমন ভুল বানান সংশোধন করা কিংবা কোনো বার্তায় আরও প্রসঙ্গও যুক্ত করা।’
এতোদিন ভুল বার্তা গেলে বার্তা প্রেরককে সেই বার্তাটি পুরোপুরিভাবে মুছে ফেলে দিয়ে আরেকটি নতুন বার্তা লিখতে হতো।
হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম এবং সিগন্যাল অ্যাপে অনেকদিন ধরেই বার্তা সংশোধনের সুযোগ রয়েছে। অ্যাপলও আইওএস১৬ এই আইমেসেজ সংশোধনের সুযোগ রেখেছে। এমনকি টুইটারও গত বছর পেইড ইউজারদের জন্য বার্তা সংশোধনের সুযোগ ব্যবস্থাটি চালু করে। তবে টেলিগ্রামের সিস্টেমে ৪৮ ঘণ্টার মধ্যে বার্তা সংশোধনের সুযোগ থাকলেও হোয়াটসঅ্যাপে মাত্র ১৫ মিনিট এই সুযোগটি রাখা হয়েছে। তারপরও একেবারে সুযোগ না থাকার চেয়ে কিছুটা সুযোগ দেওয়ায় অনেক ব্যবহারকারীই খুশি হয়েছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।