দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক ব্যক্তি গত মাসে নিজ বাড়ির উঠোনে ‘বড় চকচকে চোখওয়ালা’ ৮ ফুট লম্বা প্রাণী দেখার দাবি করেছেন। তাও একটি নয়, দুটি।
৩১ মে রাতে ঘটা সেই রহস্যময় অভিজ্ঞতার বিষয়ে বর্ণনা করেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার পোস্ট করা ইউটিউব ভিডিওতে ঘটনাটিকে ‘ইউএফও ক্র্যাশ’ ও ‘১০০ শতাংশ মানুষ নয়’ বলে অভিহিত করা প্রাণী সম্পর্কে আরও বিশদ বিবরণ উপস্থাপন করা হয়।
তিনি বলেছেন, ‘আমি জানি কিছু লোক এটি হয়তো বিশ্বাসই করবে না। তবে আমি বলতে চাই আমার এবং আমার পরিবারের সঙ্গে কী ঘটেছে।’
লোকটি ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করেছেন যে, ‘আমি আকাশ থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছিলাম। আমি তখন ঘুরে দাঁড়ালাম। আকাশ থেকে একটি বড় আলো পড়তে দেখি ও কয়েক মুহূর্ত পর আমি বিস্ফোরণ অনুভব করি।’
তিনি প্রতিবেশীদের একটি সিকিউরিটি রিং ক্যামেরার ফুটেজও প্রকাশ করেন। স্পষ্টভাবে একটি বিশাল বিস্ফোরণের শব্দের সঙ্গে একটি উজ্জ্বল আলোও দেখা যায় ফুটেজে।
তিনি বলেন, ‘যখন এটি ঘটেছিল, তখন আমি বাড়ির উঠোনে দেখতে পাচ্ছিলাম লম্বা এক প্রাণী। সম্ভবত প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা। এটি খুবই পাতলা।’ তিনি আরও বলেন, ‘এটি দেখে আমি তখনই বাবাকে ফোন করি। বাবা বাড়ির উঠোনে যান ও আমি যে প্রাণী দেখেছি সেই একই প্রাণীকে তিনিও দেখতে পান। তারপর বাবা আমাকে বাড়ির ভেতরে যেতে বললেন।’
প্রাণীটির বর্ণনা দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘মূলত এটি ছিল পাতলা, লম্বা প্রাণী ও ধূসর সবুজ রঙের। আমি যখন ওই প্রাণীর চোখের দিকে তাকালাম, আমার শরীর যেনো থমকে গেলো। যেনো স্লিপ প্যারালাইসিস হওয়ার অভিজ্ঞতা…..।’
তিনি বলেন, ‘আমি তার প্রচণ্ড গভীর শ্বাস-প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিলাম ও তার পেট নড়াচড়া করতে দেখলাম। সে শুধু আমার দিকেই তাকিয়ে ছিল। কয়েক সেকেন্ড পর আমি আবার শরীর নাড়াতে পারলাম। ঠিক তখন আমি ৯১১ নম্বরে ফোন করি।’
৩০ এপ্রিল রাত ১১টা ৫০ মিনিটের দিকে লাস ভেগাসের পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তির ফোনকলে সাড়াও দেন। পুলিশের পক্ষ হতে বলা হয়, ফুটেজে তারাও আলোর অদ্ভুত নীল রিং দেখেছেন।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয় যে, পুলিশ কর্মকর্তারা প্রথম ফোনকলের প্রায় ৩৯ মিনিট পর স্থানীয় আরেক বাসিন্দারও কল পান। তিনিও এলিয়েন জাতীয় কিছু দেখেছেন বলে জানিয়েছিলেন পুলিশকে। আকাশ থেকে একটি বস্তু পড়তে দেখে তার বাড়ির উঠোনে দু’জন অজ্ঞান হয়ে যায়।
এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও ওই ব্যক্তির সাক্ষ্য ও ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই বিষয়টি বহু মানুষকে বিস্মিত করেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।