দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে নিয়ে মহাকাশ বিজ্ঞানীরা নতুন তথ্য পেয়েছেন। এবার তারা জানিয়েছেন বজ্রপাত হয়েছে বৃহস্পতি গ্রহে।
এই গ্রহকে নজরে রাখার জন্য আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) থেকে যে মহাকাশযানটি পাঠানো হয়েছে, তার নাম হলো জুনো। সেই জুনোর ক্যামেরাতেই ধরা পড়েছে বৃহস্পতিতে বজ্রপাতের এক অভিনব দৃশ্যাবলি।
জুনোর ক্যামেরা থেকে তোলা একটি ছবি সম্প্রতি প্রকাশ করে নাসা। ছবিতে দেখা যায় যে, গোলাকার গ্রহপৃষ্ঠের ওপরের দিকে ছোট্ট এক সবুজ আলোর বিন্দু। সেটিই বৃহস্পতির বজ্রপাতের দৃশ্য বলে দাবি করছেন বিজ্ঞানীরা।
এই ছবিটি তোলা হয় ২০২০ সালের ২০ ডিসেম্বর। নাসার বিজ্ঞানী কেভিন এম. গিল ২০২২ সালের পুরানো তথ্য ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এই ছবিটি আবিষ্কার করেছেন। নাসার শেয়ার করা ছবিটি যখন তোলা হয়, তখন জুনো বৃহস্পতির মেঘের স্তর হতে ১৯ হাজার ৯০০ মাইল দূরে ছিল। তার তোলা এই ছবি বৃহস্পতির আবহাওয়া, প্রকৃতি নিয়ে গবেষণায় নতুন দিক আলোকপাত করেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা জানিয়েছেন যে, পৃথিবীতে যেভাবে বজ্রপাত হয়ে থাকে, বৃহস্পতিতে তার নিয়ম কিছুটা ভিন্ন। পৃথিবীতে জলকণা জমে মেঘ সৃষ্টি হয়। আর সেই মেঘে হয় বজ্রপাত। সাধারণভাবে পৃথিবীর নিরক্ষীয় এলাকায় বজ্রপাত বেশি হয়ে থাকে। তবে বৃহস্পতির ক্ষেত্রে বজ্রপাত হয় মেরু প্রান্তে। অ্যামোনিয়া ও পানির সংমিশ্রণে তৈরি মেঘে এই বজ্রের জন্ম হয়ে থাকে। তাই বৃহস্পতির বজ্রপাত পৃথিবীর চেয়ে ভিন্ন।
বৃহস্পতি সাধারণত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত হয়েছে। সূর্য হতে এই গ্রহের দূরত্ব ৮৮ হাজার ৮৫০ মাইল। এই গ্রহের চারপাশে ঘুরছে নাসার মহাকাশযান জুনো ২০১৬ সাল হতে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।