The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড যারা পেলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তৃতীয় বারের মতো আয়োজিত আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ড ২০২২-এর জমকালো আয়োজন করা হয়। চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড এবার যারা পেলেন।

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড যারা পেলেন 1

মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে মেধা এবং শ্রেষ্ঠত্ব দেখানোর স্বীকৃতি স্বরূপ নীল হুরে জাহানের উপস্থাপনায় এবার ২০ ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলছিলো কোনাল, লিজা, লুইপা, অপু, আতিয়া আনিসা,মেজবাহ বাপ্পীদের কণ্ঠে নতুন এবং পুরোনো দিনের গান। এছাড়াও ছিলো দীঘি, সিনথিয়া ও নৃত্যশিল্পীদের চোখ ধাঁধানো নৃত্য পরিবেশনা।

ডিজিটালি দেশের মোবাইল ব্যাংকিং খাতে অসামান্য অবদানের জন্য এবারের চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ আজীবন সম্মাননা প্রদান করা হলো বিকাশ’র প্রধান নির্বাহি কামাল কাদীরকে ও শ্রেষ্ঠ এগ্রোটেক হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হলো কৃষকের জানালাকে।

বেস্ট মিউজিক ভিডিও নির্মাতা হয়েছেন তানিম রহমান অংশু (আবার হারিয়ে যাই), বেস্ট ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হয়েছেন নাদির ওন দ্য গো (নেপালে মারাত্মক জঙ্গলের ভিতর), বেস্ট ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর হলেন মহসীনুল হাকিম (লবণ জলে জীবন জ্বলে), শ্রেষ্ঠ এডুটেইনমেন্ট হয়েছেন খালিদ ফারহান (বায়োগ্রাফি অব পুতিন), বেস্ট রাইজিং স্টার (পুরুষ) হয়েছেন আবদুল্লাহ আল সেন্টু ও বেস্ট রাইজিং স্টার (নারী) ফারহানা হামিদ।

এছাড়াও নাটকে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে এবার পুরস্কার পেয়েছেন জাহান সুলতানা (ভাঙা পুতুল), শ্রেষ্ট নাট্য পরিচালক ভিকি জাহেদ (পুনর্জন্ম ৩), যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন অপূর্ব (নতুন করে শুরু) ও ইয়াশ রোহান (মিম্মি)। নাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন মেহজাবীন চৌধুরী (পুনর্জন্ম ৩)।

শ্রেষ্ঠ ওয়েব সিরিজ নির্বাচিত হয়েছে ‘পেট কাটা ষ’, যেটির পুরস্কার গ্রহণ করেন চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি ও সিরিজটির পরিচালক নুহাশ হুমায়ূন। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ পরিচালক নুহাশ হুমায়ূন (পেট কাটা ষ)। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেতা আফজাল হোসেন (বোধ), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেত্রী আফসানা মিমি (নিখোঁজ)।

শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম নির্বাচিত হয়েছে ‘মুনতাসীর’। শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম পরিচালক শিহাব শাহীন (মায়াশালিক), যৌথভাবে শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম অভিনেতা হয়েছেন মনোজ প্রামাণিক (মুনতাসির) ও চঞ্চল চৌধুরী (দুই দিনের দুনিয়া), শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম অভিনেত্রী হয়েছেন শবনম বুবলী (টান)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে আরও ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, চ্যানেল আইয়ের আরেক পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুনসহ অনেকেই।

‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০২২ সালের ১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত কাজগুলো মূল্যায়নের আওতায় এনে সেখান থেকে পুরস্কার প্রদান করা হয়। মনোনয়নের উপর জুরি বোর্ডের রায়ে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় প্রদান করা আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২২ অনুষ্ঠানটি শীঘ্রই চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali