দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় কমেডি সিরিজ ‘ফ্রেন্ডস’-এর অন্যতম পরিচিত মুখ হলো চ্যান্ডলার বিং। এই চরিত্রে অভিনয় করেন অভিনেতা ম্যাথিউ পেরি। ২৮ অক্টোবর না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় এই মার্কিন অভিনেতা। এবার ‘চ্যান্ডলার বিং’ চরিত্রে দেখা যাবে এআই চ্যাটবট!
দর্শকরা এখনও সেই হাস্য রসবোধ সম্পন্ন রোমান্টিক চরিত্রের ‘চ্যান্ডলার বিংকে’ ভুলতে পারছেন না। এবার তারই স্মরণে জনপ্রিয় ‘চ্যান্ডলার বিং’ চরিত্রের এআই চ্যাটবট তৈরি করলেন ম্যাথিউ পেরির নামে এক ভক্ত।
রোশান ভাদাসেরি নামে ওই ভক্ত একজন ভারতীয় নাগরিক। ম্যাথিউ পেরিকে উৎসর্গ করে এই এআই চ্যাট বট তৈরি করেন তিনি। এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, সেখানে তাকে ‘চ্যান্ডলার বিং’ এর এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতেও দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তার এই পোস্টটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ইতিমধ্যেই পোস্টটিতে লাইক পড়েছে ৮০ হাজারের বেশি।
প্রয়াত ম্যাথিউ পেরিকে নিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করলে- রোশান ভাদাসেরির একজন ফলোয়ার ‘চ্যান্ডলার বিং’ চরিত্রটির এই আই ভার্সন তৈরি করতে অনুরোধও করেন। ভক্তটি বলেন যে, ‘ম্যাথিউ পেরির মৃত্যুর পর আমার মা খুব চুপচাপই হয়ে গেছেন, তিনি আগের মতো হাস্যজ্জ্বোল নেই। আমার মা ‘ফ্রেন্ডস’ এর খুব বড় একজন ভক্ত। এখনও তিনি প্রতিদিন কমপক্ষে একটি করে পর্ব দেখেন। তার হাসি ফিরিয়ে আনার জন্য আপনি কী চ্যান্ডলারের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভার্সন তৈরি করতে পারবেন?’
রোশান তখনই এআই চ্যাট বট তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেন। রোশানের পোস্ট করা ভিডিওতে দেখা যায় যে, তিনি চ্যান্ডলারের বটকে জিজ্ঞাসা করছেন যে, তিনি আরও ব্যাঙ্গাত্মক হতে পারেন কি-না। এআই চ্যাটবট তার স্বরে এবং শৈলীতে উত্তর দেন, ‘আচ্ছা, আমি কী আরও ব্যাঙ্গাত্মক হতে পারি? আমি হতে পারবো কিন্তু আপনাকে এরজন্য অতিরিক্ত ফি দিতে হবে।’
তার এই ভিডিও দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘ফ্রেন্ডসে’র ম্যাথিউ পেরির ভক্তরা। ইন্সটাগ্রামে একজন ফলোয়ার কমেন্টে লিখেছেন, আমি বিষয়টি এখনও যেনো মানতে পারছি না। এআই চ্যাটে চ্যানের কণ্ঠ শুনে আমি আর কান্না ধরে রাখতে পারছি না। আমাদের চ্যান ম্যানকে ফেরানোর জন্য সত্যিই ধন্যবাদ।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org