দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চ্যাম্পিয়ন্স লীগে রাউল গঞ্জালেসের সর্বোচ্চ ৭১ গোলের রেকর্ড ভাঙার দিকে মনোযোগ দিয়েছেন মেসি। গতকাল এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সাথে এও বলেন যে, “অবশ্যই আমি এই রেকর্ডটা করতে চাই, তবে বার্সার জয় নিয়েই এই রেকর্ডের অধিকারী হতে চাই আমি, লীগ শিরোপা পুনরুদ্ধার করাই আমার প্রধান লক্ষ্য।”
গত বুধবার অ্যাজাক্সের বিরুদ্ধে মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলের জয় পায় বার্সেলোনা। এদিকে হ্যাটট্রিকের সুবাদে চ্যাম্পিয়ন্স লীগে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ৬২। রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় রাউল গঞ্জালেসের চেয়ে মাত্র ৯ গোল পিছিয়ে আছেন মেসি। রাউলের মোট গোলের পরিমাণ ৭১।
মেসি গতকাল উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে বলেছেন, “রাউলের রেকর্ড ভাঙার ব্যাপারটি হবে খুবই চমৎকার। কারণ এতে করে চ্যাম্পিয়ন্স লীগের রেকর্ডের খাতায় আমার নামটি সবার ওপরেই থাকবে, আর এটা যেকোনো খেলোয়াড়ই চায়।”
“এটা অবশ্য খুব জরুরী কিছু নয়, আমার কাছে দলীয় সাফল্য সবসময় প্রাধান্য পেয়েছে। সুতরাং চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতাটাই আমাদের প্রধান লক্ষ্য। আর যদি এটা করতে পারি আশা রাখি সর্বোচ্চ গোলের রেকর্ডটিও হয়ে যাবে!।”
“আমি আমার সর্বশেষ হ্যাটট্রিকে খুবই খুশি, তার চেয়েও খুশি দল হিসেবে সেদিন আমরা চমৎকার খেলেছি।” যদিও মেসির এ বক্তব্যের সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারে, কারণ ভিক্টর ভালদেজ সেদিন অসাধারণ কয়েকটি সেভ না করলে বার্সেলোনা কয়েকটি গোল খেয়েই যেতো। সে ম্যাচে বার্সার ডিফেন্সের দূর্বলতা ভালোই ফুটে উঠেছে।
অবশ্য মাত্র ৮৩ ম্যাচ খেলেই গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে থাকতে পেরে মেসি দারুণ খুশি।
তথ্যসূত্রঃ গোল.কম