The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বাতিল উড়োজাহাজ দিয়ে দিব্যি বাসা বাড়ি বানিয়ে বসবাস!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ শুধু বাসা বাড়িই নয়, পুরোনো বা বাতিল হয়ে যাওয়া উড়োজাহাজ এবং উড়োজাহাজের বিভিন্ন অংশ নিয়ে নৌকা, হোটেল সহ বিভিন্ন রকম কাজে লাগিয়েছে কিছু উদ্ভাবনী মানুষ। আসুন দেখে আসি ফেলনা উড়োজাহাজকে কে কীভাবে কাজে লাগিয়েছে!

The Hotel Suite, Netherlands

উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি 1960 Ilyushin Il-18 মডেলের একটি উড়োজাহাজ, যেটি শেষ পর্যন্ত আর উড়োজাহাজ হিসেবে থাকেনি। পরবর্তীতে এটি মাত্র দুইজনের জন্য একটি হোটেল স্যুটে বদলে দেয়া হয়!

recycled-planes-treehouse-horizontal-gallery

এটি বোয়িং ৭২৭ এর একটি উড়োজাহাজ যেটি এখন পুরোপুরি হোটেল স্যুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। কোস্টারিকায় অবস্থিত এই হোটেলটিতে থাকতে হলে আপনাকে প্রতি রাতে ২৫০ ডলার খরচ করতে হবে যেটি প্রায় ২০ হাজার টাকার কাছাকাছি চলে যায়। তবে এটি অফপিক মূল্য, কিন্তু আপনি যখন পিকটাইমে এখানে থাকতে যাবেন যেমনঃ ক্রিসমাসের সময়, তখন প্রতিরাতের জন্য ৫০০ ডলার করে দিতে হবে!

recycled-planes-hotel-horizontal-gallery

উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন উড়োজাহাজটির জরুরী নির্গমন দরজাটি ব্যবহৃত হচ্ছে লাঞ্চ এরিয়ায় প্রবেশের জন্য! কিছুটা বনের সাথে জোড়া লাগানো তাই অনাহুত অতিথিরা এখানে হঠাৎ বানরের আগমন দেখে ভয় পেয়ে যেতে পারেন।

recycled-planes-bedroom-horizontal-gallery

হোটেল স্যুটের ভেতরে এটা বেডরুম। অথচ এখানে অন্তত ১২০ জন যাত্রী একদেশ থেকে অন্যদেশে যাওয়া আসা করতেন!

recycled-planes-jumbostay-horizontal-gallery

এটি বিশের একমাত্র জাম্বো জেট হোটেল! এখানে ৭৬ টি বিছানা ভাড়া দেয়া আছে, এটি স্টকহোম আর্লান্ডা এয়ারপোর্টে অবস্থিত।

recycled-planes-jumbo-stay-2-horizontal-gallery

জাম্বো হোটেলের ভেতরে ডাইনিং এরিয়া!

recycled-planes-cosmic-muffin-boat-horizontal-gallery

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমানটিকে নৌকায় পরিণত করা হয়েছে! Cosmic Muffin নামের বিখ্যাত এই জাপানী উড়োজাহাজটিকে ১৯৮১ সালে কিনে নিয়ে ঠিকঠাক করা হয়েছে।

recycled-planes-reception-desk-horizontal-gallery

উড়োজাহাজের বিভিন্ন অংশ পরবর্তীতে ফার্ণিচার হিসেবে ব্যবহৃত হচ্ছে! ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি আসবাবপত্র নিমার্ণকারী প্রতিষ্ঠান MotoArt designs এসব সরবরাহ করে থাকে। তাদের ক্রেতাদের মধ্যে রয়েছে AOL, Microsoft, GoDaddy এর মতো জায়ান্ট কোম্পানী!

MotoArt designs এর আরো কিছু পণ্যের মাঝে রয়েছে নিম্নোক্ত ডেস্ক টেবিল যেটি উড়োজাহাজের দেয়াল ঘেঁষে বানানো

recycled-planes-desk-horizontal-gallery

রয়েছে উড়োজাহাজের bone yards এর অংশ থেকে বানানো সোফাসেট!

recycled-planes-albatross-couch-horizontal-gallery

উড়োজাহাজের ক্যাপ্টেনের বসার সীটকে ব্যবহৃত হচ্ছে অফিসের বসের সীটের জন্য!

recycled-planes-office-desk-horizontal-gallery

উড়োজাহাজের বিভিন্ন পার্টস এবং প্রপেলার থেকে বানানো হয়েছে কনফারেন্স টেবিল, কিংবা চা কফি খাবার টেবিল!

recycled-planes-table-horizontal-gallery

তথ্যসূত্রঃ cnn news

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali