দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ প্রতীক্ষার পর সেই ক্ষণ আসতে যাচ্ছে। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা ৬টায় টেলিফোনে কথা বলবেন।
গতকাল ২৫ অক্টোবর থেকেই শোনা যাচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলবেন। গতকাল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমন আভাস দিয়েছিলেন।
সেই প্রেক্ষিতে আজ বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর সোয়া একটা থেকে পৌনে ২টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট লাল টেলিফোনে কয়েকবার চেষ্টা করেও সংযোগ পাননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। দেশের বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
অপরদিকে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার ফোনে কথা হবে। এ সময় বেগম খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে থাকবেন বলে তিনি জানান।