দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় এবং জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ফেসবুক। ফেসবুকের মাধ্যমে দ্রুত সংবাদ মানুষের মাঝে ছড়িয়ে যাচ্ছে। ফলে গবেষকরা বলছেন ফেসবুকই হচ্ছে বর্তমানের প্রধান সংবাদ আদান প্রদানের মাধ্যম।
পৃথিবীতে জনসংখ্যার বিশাল একটি অংশ এখন ফেসবুক ব্যবহার করছেন। ফলে এসব ব্যবহারকারীদের টার্গেট করে অনেক বাণিজ্যিক এবং সংবাদ মাধ্যমে তাদের ফেসবুক পেজ কিংবা অ্যাড ফেসবুকেই দিচ্ছেন। আর সংবাদ এবং তথ্য দিয়ে ভরে যাচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের টাইমলাইন। এর মাধ্যমে খুব সহজে ব্যবহারকারীরা নানান বিষয়ে সংবাদ এবং তথ্য মুহূর্তের মাঝেই পেয়ে যাচ্ছেন।
The Pew গবেষণা সংস্থার এক গবেষণায় দেখা গেছে কেবল মাত্র আমেরিকার ৬৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ফেসবুক ব্যবহার করছেন যাদের মাঝে সাধারণত খুব কম মানুষ বাইরের সংবাদ মাধ্যমের সাবস্ক্রাইবার। এরা বেশীরভাগ ফেসবুকের মাধ্যমেই নানান সংবাদ মাধ্যম সহ মিডিয়ার সংবাদ সাবস্ক্রাইব করছেন।
The Pew এর এই গবেষণায় দেখা গেছে সম্পূর্ণ আমেরিকার ৩০ শতাংশ মানুষ ফেসবুকের মাধ্যমে সংবাদ জেনে থাকেন। যা সত্যি এক যুগান্তকারী সংখ্যা। এদের মাঝে ৭০ শতাংশ মানুষ আবার ফেসবুকে সংবাদ পেয়ে যান ফলে তারা বাইরের কোন সংবাদ শুনার বা পড়ার প্রয়োজন বোধ করেন না। ফেসবুকের ব্যবস্থাপনাই এমন যে কেউ যদি কোন সংবাদ না দেখেন ও তবে তার কোন বন্ধু সেটি লাইক বা কমেন্ট কিংবা শেয়ার করলে সেটি ঐ ব্যবহারকারীর টাইমলাইনে দেখা যায়।
The Pew গবেষণা সংস্থার সাংবাদিকতা বিষয়ক ডিরেক্টর জানান, মানুষ ফেসবুকে আসেন নিজের অনুভূতি এবং বন্ধুদের সাথে নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করতে তবে বর্তমানে আগের এই ধারণা আর নেই কারণ এখন ফেসবুক বিশাল সংখ্যক ব্যবহারকারীর একটি বিরাট বাজার আর এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে বর্তমানে প্রায় সকল নামকরা সংবাদ মাধ্যমের ফেসবুক পেজ রয়েছে ফলে ব্যবহারকারীরা চাইলে ফেসবুকেই ঐ সব নিউজ সাইটের সংবাদ জেনে নিতে পারছেন।”
গবেষণায় আরও দেখা যায় ফেসবুকের মাধ্যমে খুব দ্রুত একটি সংবাদ ছড়িরে যেতে পারে লাখ লাখ ব্যবহারকারীর মাঝে কেবল মাত্র শেয়ার বাটনের মাধ্যমে।
এদিকে নতুন ফেসবুক ব্যবহারকারীর মাঝে এক জরিপে দেখা গেছে তাদের তিন ভাগের দুইভাগ ব্যবহারকারী নানান সংবাদ বিষয়ক লিঙ্কে ক্লিক করে থাকেন এবং ৬০ শতাংশ ব্যবহারকারী কোন না কোন সংবাদের পোস্টে কমেন্ট কিংবা লাইক দিয়ে থাকেন। ব্যবহারকারীদের ৩০ শতাংশ নিজেদের মাঝে সংবাদ বিষয়ক পোস্ট নিয়ে আলোচনা করেন।
বর্তমানে বাংলাদেশেও ফেসবুক একটি সংবাদ সরবরাহের মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। অনেক বাংলাদেশী ফেসবুকেই দেশ রাজনীতি কিংবা বিনোদন সংবাদ পেয়ে যাচ্ছেন খুব সহজেই।
ধন্যবাদান্তেঃ Statista.com, businessspectator.com