দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১শ’ টাকার উপরে পেঁয়াজের দাম হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এক নাভিশ্বাস অবস্থা সৃষ্টি হয়েছে। তবে সরকারি উদ্যোগে টিসিবির মাধ্যমে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হওয়ায় জনমনে কিছুটা স্বস্থি ফিরে এসেছে।
সামপ্রতিক সময়ে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে রীতিমতো ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ। এ অবস্থায় সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্বল্প দামে পেঁয়াজ বিক্রিতে কিছুটা হলেও যেন হাঁফ ছেড়ে বেঁচেছে ক্রেতারা। শনিবার থেকে বিক্রির কথা থাকলেও রবিবার থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের পাশে ও মতিঝিলসহ কয়েকটি বিক্রয় কেন্দ্রে দেখা যায়, রীতিমতো লাইন ধরে পেঁয়াজ কিনছেন ক্রেতারা।
ক্রেতারা জানান, খুচরা বাজারে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। সেখানে টিসিবি প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছে ৬৫ টাকায়। তবে বাজারে দাম না কমা পর্যন্ত টিসিবিকে পেঁয়াজ বিক্রি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
উল্লেখ্য, কোরবানির ঈদের পর হঠাৎ করেই পেঁয়াজের দাম ১০০ টাকার উপরে ওঠে। এমতাবস্থায় আবার ২ নভেম্বর থেকে সারাদেশে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরুর ঘোষণা দেয় টিসিবি। রাজধানীর ২৫টি স্থানে এবং বিভাগীয় ও জেলা শহরে ১৭৪টি স্থানে খোলাবাজারে পিঁয়াজ বিক্রি করা হচ্ছে।
This post was last modified on নভেম্বর ৫, ২০১৩ 10:40 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…