The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

গ্লোবাল ওয়ার্মিং এর কারণে খাটো হয়ে যেতে পারে মানুষ!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতায়ন ভয়ংকর মানবিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড় করিয়ে ফেলছে মানব সভ্যতাকে এবং সেই সব বিপর্যয় সম্পর্কে আমরা মোটামোটি জানি। সম্প্রতি একদল গবেষক দাবি করেছেন – গ্লোবাল ওয়ার্মিং এর ফলে মানুষ খাটো হয়ে যেতে পারে।


Ancient-Horse-And-Modern-day-Horse

গ্লোবাল ওয়ার্মিং এর কারণে মানুষের আকৃতিও ছোট হয়ে যাবে – ফ্লোরিডা ইউনিভার্সিটির এরকম একটি দাবির পর মিশিগান ইউনিভার্সিটির গবেষকরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন এবং স্তন্যপায়ী প্রাণীদের উচ্চতা হ্রাসের সাথে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সম্পর্ক পাওয়া গিয়েছে।

সেই প্রেক্ষিতেই গবেষকরা জানান – উষ্ণতার টাইম পিরিয়ড ‘Paleocene-Eocene Thermal Maximum (PETM)’ সময়ে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ঘোড়া এবং হরিণদের উচ্চতা হ্রাস পেয়েছে। ১৬০,০০০ বছর যাবত টিকে ছিলো PETM পিরিয়ড এবং এইসময়ে বৈশ্বিক উষ্ণতা বেড়েছিলো ৯ ডিগ্রী থেকে ১৪ ডিগ্রী পর্যন্ত। তবে, গবেষকরা এটাও বিশ্বাস করেন অতিরিক্ত উষ্ণতার কারণে উচ্চতা হ্রাসের বিষয়টি স্বাভাবিক বিবর্তনঘটিত পরিবর্তন।

ইউনিভার্সিটি অফ মিশিগানের Paleontologist Philip Gingerich এবং ইউনিভার্সিটি অফ হ্যামিস্ফিয়ার, কলোরাডো কলেজ, ক্যালিফোর্নিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তার টিম সদস্যরা প্রমাণ পেয়েছেন যে স্তন্যপায়ীদের এই আকারে ছোট হয়ে যাওয়ার ঘটনা যাকে বলা হয় ‘dwarfing’ ৫৩ মিলিয়ন বছর আগে সংঘটিত হয়। এই ঘটনা PETM পিরিয়ডের ২ মিলিয়ন বছর পরে সংঘটিত হয় যে টাইম পিরিয়ড Eocene Thermal Maximum 2 (ETM2) নামে পরিচিত – এটি অপেক্ষাকৃত ছোট এবং অন্য একটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির টাইম পিরিয়ড যা টিকেছিলো ৮০০০০ থেকে ১০০০০০০ বছর এবং সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিলো ৫ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত।

গবেষকরা প্রাণীদের ফসিলস পরীক্ষা করে জেনেছেন যে ETM2 সময়ে আকৃতি হ্রাসের হার PETM টাইম পিরিয়ডে আকৃতি হ্রাসের চেয়ে অনেক কম। হিরাকোথেরিয়াম নামের কুকুরের সমান আকৃতির এক ধরনের ঘোড়া প্রজাতির প্রাণীদের ফসিল পরীক্ষা করে দেখা গেছে ETM2 টাইম পিরিয়ডে এদের উচ্চতা শতকরা ১৯ ভাগ কমেছে যেখানে PETM টাইম পিরিয়ডে একই প্রজাতির প্রাণীর উচ্চতা কমেছে শতকরা ৩০ ভাগ।

এসব গবেষণা থেকে এইটা স্পষ্ট হয়ে গেছে, যে যে সময়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বেশি সেই সময়ে স্তণ্যপ্রায়ী প্রাণীদের উচ্চতা হ্রাসও পেয়েছে বেশি এবং এই সূত্র ধরেই গবেষকরা মানুষের উচ্চতা হ্রাসের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

পৃথিবী ও পরিবেশ বিজ্ঞানের প্রফেসর Philip Gingerich এর মতে দুইটা টাইম পিরিয়ডের সময়ে স্তন্যপ্রায়ী প্রাণীদের শরীরের যে আকার হ্রাস পেয়েছে তার কারণ এবং প্রভাব বিশ্লেষণ করে যে ধারণা দেওয়া হয়েছে তা গবেষকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। অর্থ্যাৎ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে মানুষ তথা স্তন্যপায়ী প্রাণীদের আকার হ্রাস করছে এটা নিশ্চিত বলা যায়।

উল্লেখ্য, নভেম্বরের এক তারিখে অনুষ্ঠিত The Society of Vertebrate Paleontology এর বাৎসরিক সভায় গবেষকরা তাদের এই গবেষণালব্ধ ফলাফল প্রকাশ করেন।

তথ্যসূত্রঃ দ্য টেক জার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali