ঢাকা টাইমস্ ডেস্ক॥ প্রত্যেক বস্তু অসংখ্য অনু পরমাণুর সমন্বয়ে গঠিত, বৃষ্টি কিংবা তুষার সব কিছুই অসংখ্য অনুর আণবিক গঠনের সমষ্টি, তুষার কনার ক্ষুদ্র রূপ দেখতে যে কি সুন্দর তা Alexey Kljatov এর ক্যামেরায় ধারনকরা এসব ছবি না দেখলে অনেকের অজানাই থেকে যাবে।
Alexey Kljatov একজন আন্তর্জাতিক ফটোগ্রাফার, বিভিন্ন সময়ে তার ক্যামেরায় উঠে এসেছে অসাধারণ বেশি কিছু অজানা বিষয়, তবে এবার তিনি কোন রকম অণুবীক্ষণযন্ত্র ব্যবহার ছাড়াই কেবল মাত্র নিজের ক্যামেরা এবং উন্নত ল্যান্স ব্যবহারকরে তুলে ধরেছেন বরফ থেকে তৈরি হওয়া তুষারকণার অদেখা রূপ।
তবে আর দেরি কেন ? চলুন একে একে দেখে নিই তুষার কণার অসাধারণ কিছু আণবিক রূপ!
সূত্রঃ আইও৯