দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিকারি প্রাণীও শিকার ধরতে যেয়ে বিপাকে পড়ে এবং নিজেই শিকারের উল্টা শিকারে পরিণত হতে পারে আজ দি ঢাকা টাইমসের সেরকম একটি বাস্তব ঘটনার ছবির মাধ্যমে বর্ণনা নিয়ে এই প্রতিবেদন।
সিংহ! শিকারি প্রাণীদের মাঝে সবার উপরে এবং সবার সেরা বলে যাকে মানা হয়, শিকার ধরার ক্ষেত্রে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং গতি ও সাহসের সমন্বয়ে সে যেকোনো প্রাণী এমন কি নিজের চেয়ে কয়েকগুণ ভারী প্রাণীকেও শিকার করে অনায়েসে!
কিন্তু কোন সময় ভুল নিশানা কিংবা ভুল পদক্ষেপে অতিরিক্ত আত্মবিশ্বাস নিজের ক্ষতি ডেকে আনতে পারে। আজকের প্রতিবেদনের মুখ্য চরিত্র তাই প্রমান করেছে, চলুন কমিক্স এর মতো মজা করে একে একে দেখে নিই কিভাবে একটি সিংহ মহিষ শিকার করতে যেয়ে নিজেই মহিষের শিকারে পরিণত হলঃ













এবার চলুন সিংহ এবং মহিষের পাল্টা পাল্টি লড়াইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখে নিইঃ
সূত্রঃ Viralnova