দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হলিউডের রেকর্ড গড়া সিনেমা ‘অ্যাভাটার’। জেমস ক্যামেরনের এই ছবি দুনিয়াজুড়ে দর্শক মাতিয়েছে বহু আগেই। অ্যাভাটার ২ শুটিং শুরু হতে চলেছে করোনার মধ্যেই।
থ্রিডিতে মুক্তি পাওয়া এই ছবির অ্যানিমেশন কারও মাথা থেকে যেনো যেতেই চায় না। ঘোর লেগে থাকে অনেকক্ষণ ধরে।
‘অ্যাভাটার’ তৈরি হয় ২০০৯ সালে। তারপর প্রায় ১১ বছর কেটে গেছে। অনেকেই ক্যামেরনকে প্রশ্ন করেছেন, কবে আসবে এই চলচ্চিত্রের সিক্যুয়েল। ক্যামেরন জানিয়েছেন, প্রস্তুতি চলছে অব্যাহত গতিতে।
এবার জানা গেছে, শুরু হতে চলেছে ‘অ্যাভাটার ২’-এর শুটিং। করোনা ভাইরাসের আতঙ্ক ছড়ানোর পূর্বেই নিউজিল্যান্ডে শুটিং শুরু করার কথা হয়েছিলো। সেই মতো নিউজিল্যান্ডে প্রস্তুতিও সেরে ফেলেছিলেন নির্মাতা কিন্তু তখন করোনার কারণে বন্ধ করে দেওয়া হয় কাজ।
তবে এখন লকডাউন হালকা হতেই আবারও শুটিংয়ের কথা ভেবে ৫০ জনের একটি টিম নিয়ে স্পেশাল ফ্লাইটে নিউজিল্যান্ড পাড়ি জমিয়েছেন পরিচালক।
জানা যায়, করোনা ভাইরাসের সব সরকম সর্তকতা মেনেই করা হবে ‘অ্যাভাটার ২’-এর শুটিং। এখন শুধুই অপেক্ষার পালা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।