দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বগুড়ার আদমদীঘি শাখার সোনালী ব্যাংকে সুড়ঙ্গ খুঁড়ে টাকা চুরি ঘটনায় ওই শাখার ব্যবস্থাপক ও ক্যাশিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার পরদি রবিবার ওই দুজনকে বগুড়ার প্রিন্সিপাল অফিসে বদলি করা হলেও গতকাল সোমবার ব্যবস্থাপক শামছ উদ্দিন ও ক্যাশিয়ার আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। সোনালী ব্যাংক বগুড়া জোন সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রবিবার পর্যন্ত পুলিশ ওই দুই কর্মকর্তাসহ ১২ জনকে আটক করে। সোমবার পুলিশ বাকি ৮ জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
উল্লেখ্য, শনিবার বিকালে আদমদীঘি বাসস্ট্যান্ডের পাশে বিপ্লব ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ কেটে সংলগ্ন সোনালী ব্যাংকের শাখা থেকে ৩০ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এই ঘটনা তদন্তে ইতিমধ্যেই সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।