দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ পিংক স্টার নামের এই হীরাটি আগের সকল হীরা বিক্রয়ের রেকর্ড ভেঙে দিয়ে সর্বোচ্চ ৬’শ কোটি টাকায় নিলামে বিক্রয় হয়েছে। এটি কিনে নিয়েছেন আমেরিকান এক হীরা ব্যবসায়ী।

সংক্ষেপেঃ
- পিংক স্টার খনি থেকে উত্তোলন করা হয়েছে ১৯৯৯ সালে।
- এটি আফ্রিকার একটি খনি থেকে উত্তোলন করা হয়েছে তবে আফ্রিকার কোন দেশ তা গোপন রাখা হয়েছে।
- এর মূল্য ৮৩ মিলিয়ন ডলার, বাংলাদেশী টাকায় ৬৪৪,৭০,২৫,০০০ টাকা।
- নিলাম অনুষ্ঠিত হয়েছে জেনেভায়।
বিস্তারিতঃ সম্পূর্ণ হীরাটি পরিমাপে ২.৬৯ থেকে ২.০৬ সেন্টিমিটার একে হাতের রিং এর উপরে বসানো যাবে। হীরাটি গোলাপি রঙের আভা বিচ্ছুরণ করে বলেই এর নাম পিংক স্টার। এটির বর্তমান মালিকের নাম Isaac Wolf যিনি আমেরিকার নিউইয়র্ক শহরের বাসিন্দা। Isaac Wolf হীরাটি নিলামে কিনে নিয়ে এর আগের নাম বদলে নতুন নাম দিয়েছেন Pink Dream।

এর আগে হীরাটি নিলামের উদ্দেশ্যে জেনেভায় নিলামে তোলা হয়, সেখানে নিলামের জন্য তোলার পর বিজয়ী মূল্যের আগে সর্বোচ্চ মূল্য হাকানো হয়েছিল ৬৭ মিলিয়ন সুইস ডলার, কিন্তু এর পর Isaac Wolf হীরাটির জন্য সর্বোচ্চ রেকর্ড ৬৮ মিলিয়ন সুইস ডলার দাম হাকেন যা মার্কিন ডলারে ৭৪ মিলিয়ন ডলার। এর পরেই কিছু সময় নিলাম চুপ চাপ থাকে এবং একটু পরেই নিলাম পরিচালনাকারী David Bennett টেবিলে হাতুড়ি পিটিয়ে ঘোষণা করেন, “লেডিস এন্ড জেন্টেলম্যান আজকের নিলাম এখানেই শেষ। দি পিংক স্টার হীরা নিলামে সর্বোচ্চ দর হাকিয়ে জিতে নিয়েছেন Isaac Wolf এবং এটি এ যাবৎ কালের যেকোনো হীরার জন্য রেকর্ড মূল্য।”
পিংক স্টারের নিলাম মূল্য ৭৪ মিলিয়ন ডলার যা সরকারী টোল এবং ট্যাক্স মিলিয়ে ৮৩ মিলিয়ন ডলার।

পিংক স্টার হীরার বিষয়ে নিলামকারী David Bennett বলেন, “ এটি একটি অতি মূল্যবান হীরা, এটি আফ্রিকার যেকোনো একটি দেশের খনি থেকে উদ্ধার করা হয়েছে ১৯৯৯ সালে। পিংক স্টার ক্যারট হিসেবে ৫৯.৬০ ক্যারট।”
তিনি আরও বলেন, “পিংক স্টার সত্যি অসাধারণ এবং দুর্লভ একটি হীরা, সচরাচর এধরণের হীরার নিলাম পৃথিবীতে খুব একটা হয়না।”
ভিডিও’তে দেখে নিন এই অতি মূল্য হীরাঃ
http://youtu.be/ZL3ML7iylJU
সূত্রঃ বিবিসি