The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন খালেদা জিয়া ॥ শেখ হাসিনার বিকল্প চাইবেন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আজ রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। ধারণা করা হচ্ছে সাক্ষাতে শেখ হাসিনার বিকল্প চাইবেন তিনি।

A Hamid & Khaleda Zia

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে সাক্ষাৎ করবেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার জন্য বিএনপি চেয়ারপারসন বঙ্গভবনে যাবেন। গতকাল নির্বাচনকালীন মন্ত্রী পরিষদের নতুন সদস্যদের শপথের পর বিএনপি রাষ্ট্রপতির কাছে সময় চাইলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সময় দিয়েছেন। গতকাল রাত থেকেই টিভি চ্যানেলগুলোতে এ সংবাদ প্রচার করা হচ্ছে।

নির্দলীয় নির্বাচন ও বর্তমানের রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির উদ্বেগের কথাও রাষ্ট্রপতিকে জানাবেন খালেদা জিয়া। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করবেন। বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, সর্বোচ্চ ২০ সদস্যের একটি দল বঙ্গভবনে যাবেন। দুই দলের বিপরীত অবস্থানে রাজনৈতিক সঙ্কটের মধ্যে রাষ্ট্রপতির উদ্যোগ প্রত্যাশা করছে দেশের এই বৃহত্তম দল বিএনপি।

জানা গেছে, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলীয় জোটের ২০ সদস্যের একটি প্রতিনিধি দলও যাবেন। জানা যায়, ১৭ দলের শীর্ষ পর্যায়ের ১০ জন এবং বিএনপির ১০ জন সিনিয়র নেতা এই প্রতিনিধি দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ওই প্রতিনিধি দলে জামায়াতের ২ জন প্রতিনিধি, এলডিপির কর্নেল (অব.) অলি আহমেদ, মহাসচিব শামিম আল মামুন, জাতীয় পার্টির আন্দালিভ রহমান পার্থ, জাগপার শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির গোলাম মূর্তজা থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপির পক্ষে থাকবেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, মাহাবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান।

বৈঠক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচনকালীন সরকারের বিষয়ে একটি লিখিত বক্তব্য পেশ করা হবে। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি, নির্বাচনকালীন সরকারের প্রধান পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প সন্ধান, নেতাকর্মীসহ স্থায়ী কমিটির সদস্যদের গ্রেফতারসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সঙ্কট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার জন্য আহ্‌বান জানানো হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি নির্বাচনকালীন সরকারের প্রধান হলেও আপত্তি নেই, এমন প্রস্তাব তুলে ধরা হবে বলে জানায় ওই সূত্র।

উল্লেখ্য, চলতি বছরের মধ্যভাগে রাষ্ট্রপতির দায়িত্ব নেন মো: আবদুল হামিদ। তবে এই প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন খালেদা জিয়া।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali