দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র এ খবর নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, দুপুরে তাঁর এই ভাষণ ধারণ করে সন্ধ্যা নাগাদ ভাষণটি গণমাধ্যমে প্রচার করা হবে।
প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনের তফসিল ঘোষণায় বিলম্ব করার দাবি জানিয়েছে। আর গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার দুই দলের সমঝোতা চান বলে সাংবাদিকদের উল্লেখ করেন। অপরদিকে নির্বাচন কমিশনার শাহনেওয়াজের ইতিপূর্বে চাঁদপুরের বক্তব্যের সূত্র ধরে তাঁকে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেন, শিগগিরই ঘোষণা হবে, তবে কোনো দিন-তারিখ উল্লেখ করেননি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গত সপ্তাহের শেষ দিকে চাঁদপুরের এক সভায় গিয়ে বলেছিলেন, আগামী সোমবারের মধ্যে দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হবে।