দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুসলিম চরমপন্থিদের দমন করতে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট José Eduardo dos Santos দেশটিতে ইসলাম নিষিদ্ধ করেছেন। সেই সাথে তিনি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মসজিদ ভেঙে ফেলতেও নির্দেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে ইতিহাসের প্রথম ইসলাম নিষিদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে অ্যাঙ্গোলা।
আঙ্গোলার Minister of Culture, Rosa Cruz সংবাদ মাধ্যমে বলেছেন, “মানবাধিকারের বিভিন্ন বিষয়ের সাথে ইসলাম ধর্ম কোনোভাবেই যায় না, মসজিদ বন্ধ হয়ে যাবে।” অবশ্য অ্যাঙ্গোলার সরকার ইতিমধ্যেই মসজিদ ভাঙার নির্দেশ দিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, ‘অ্যাঙ্গোলার সমাজ এবং সংস্কৃতির সাথে যায় না এমন যেকোনো কিছুই নিষিদ্ধ করতে তাঁর সরকার বদ্ধ পরিকর। তাঁদের কাছে সবার আগে গুরুত্ব পাবে তাঁদের নিজেদের সংস্কৃতি। আমাদের কাছে এমন আরও নিষিদ্ধ করার তালিকা আছে। ধীরে ধীরে সবই প্রয়োগ করা হবে। এ দেশে ইসলাম প্রচার করা এখন নিষিদ্ধ। এখন থেকে আর কোনো ইসলামী প্রভাব প্রতিপত্তি চলবে না।”
উল্লেখ্য, ২০০৮ সালে অমুসলিমদের উপর মুসলমানদের হামলার পর থেকে দেশটিতে ইসলাম বিরোধী মনোভাব প্রকট আকার ধারণ করে। অ্যাঙ্গোলা খ্রিষ্টান অধ্যুষিত দেশ। দেশটিতে প্রায় ১৬ মিলিয়ন খ্রিষ্টানের বসবাস। যেখানে মুসলিমদের সংখ্যা মাত্র ৮০ থেকে ৯০ হাজার।
তথ্যসূত্রঃ ibtimes