দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আধুনিকতার সঙ্গে সঙ্গে তথ্য প্রযুক্তির ব্যবহার বেড়েছে বহুগুণ। কিন্তু এর যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে এর প্রভাব বিরূপ আকার ধারণ করেছে। আর এমন সমস্যার সমাধানে জাপানে এক পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে ইন্টারনেট আসক্তি দূর করা যাবে।
তরুণ-তরুণীদের ইন্টারনেট আসক্তি দূর করতে এমন এক বিশেষ পরিকল্পনা করেছে জাপানের শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য বিশেষ ধরনের ‘ইন্টারনেট উপবাস ক্যাম্প’ করবে তারা। এই ক্যাম্পে খেলাধুলার পাশাপাশি থাকবে খাবারের আয়োজনও। ইচ্ছে করলে জমিয়ে আড্ডাও দেওয়া যাবে এই ক্যাম্পে। এই উপবাস ক্যাম্পে কেবল ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকবে না।
সংবাদ মাধ্যম জানিয়েছে, টিনএজারদের ইন্টারনেট আসক্তি দূর করতে আগামী বছরের মধ্যেই এই বিশেষ ইন্টারনেট উপবাস ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে জাপানের শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে ইন্টারনেট, ল্যাপটপ ও মোবাইল ফোনমুক্ত জীবনযাপনে অভ্যস্ত করতেই এ উদ্যোগ- সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে ওই দেশের শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আকিফুমি সেকিন সংবাদ মাধ্যমকে জানান, স্কুলপড়ুয়া ৫ লাখ ১৮ হাজার শিক্ষার্থীকে প্রাথমিকভাবে এ কার্যক্রমের আওতায় আনা হতে পারে। প্রয়োজনে এ সংখ্যা আরো বাড়নো যেতে পারে। নিহোন বিশ্ববিদ্যালয়ের এক জরিপে সম্প্রতি দেখা যায়, জাপানের প্রায় ৮.১ শতাংশ স্কুলপড়ুয়া শিক্ষার্থী ইন্টারনেটে আসক্ত! এতে করে তাদের মানসিক ও স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ছে। এই ইন্টারনেট আসক্তি থেকে রক্ষা করতেই এ ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ধারণা। আমাদের দেশের তরুণ প্রজন্মও যেভাবে যথেচ্ছ ইন্টারনেট অপব্যবহার করে আসক্তিতে পড়ছে তাতে ভবিষ্যতে আমাদের দেশেও এমন ক্যাম্প করতে হবে। তথ্যসূত্র : ইন্টারনেট