The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

‘Fast & Furious’ ছবির অভিনেতা পল ওয়াকার গাড়ি দুর্ঘটনায় নিহত

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ জনপ্রিয় হলিউড ছবি “Fast & Furious” এর অভিনেতা পল ওয়াকার (৪০) Los Angeles এ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন।


Paul Walker dead

পল ওয়াকার এর নিহত হওয়ার বিষয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা Ame Van Iden এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে বলেন, “পল ওয়াকার তার বন্ধুর গাড়িতে করে নিজের দাতব্য প্রতিষ্ঠান Reach Out Worldwide এর প্রচারের কাজে যাচ্ছিলেন, এসময় Los Angeles এর উত্তরে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যু কালে তিনি ১৫ বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন।”

Crashed-Porsche-Car-In-Which-Paul-Walker-Died

এদিকে স্থানীয় প্রশাসনে পক্ষ থেকে জানানো হয়েছে, আইন প্রণয়নকারী সংস্থার টহল গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা একটি কার রাস্তার পাশে থাকা একটি ফার্মের ডিভাইডারের ভেতর দুমড়ে থাকতে দেখেন, সেখানে পল ওয়াকারের মৃত দেহ পাওয়া যায় সাথে তার বন্ধুকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Los-Angeles-Fire-Department-Reaching-To-Crashed-Car-In-Valencia

পল ওয়াকার বর্তমানে তার জনপ্রিয় হলিউড ছবি “Fast & Furious” এর সিক্যুয়াল “Fast & Furious 7” এর জন্য অভিনয়ে ব্যস্ত ছিলেন, একই সাথে পল ওয়াকারের অভিনীত নিয়মিত ড্রামা সিরিয়াল “Hours” এর কাজ ও চলছিল।

Paul-Walker-Accident-Secne

পল ওয়াকার ২০০১ সাল থেকে জনপ্রিয় ছবি “Fast & Furious” এর সকল সিক্যুয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এখন পর্যন্ত এই ছবির ৬ টি সিক্যুয়াল মুক্তি পেয়েছেন এবং সব কয়টাই ব্লক ব্লাস্টার হিট!

বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান Universal Pictures পক্ষ থেকে জানানো হয়েছে, “ পল ওয়াকারের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত, পল আমাদের সাথে প্রায় ১৪ বছর কাজ করেছে, সে অসাধারণ অভিনেতা ছিল। তার মৃত্যু হলিউডের জন্য অপূরণীয় ক্ষতি।”

এই গাড়িতেই ছিলেন পল ওয়াকার।
এই গাড়িতেই ছিলেন পল ওয়াকার।

পল ওয়াকার তার মায়ের পাঁচ সন্তানের মাঝে সবচেয়ে বড় এবং তিনি তার ২ বছর বয়স থেকেই শিশু মডেল হিসেবে মায়ের চেষ্টায় মিডিয়া জগতে পা রাখেন। পল ওয়াকার বিভিন্ন সময় নিজের ক্যারিয়ার নিয়ে বলেন, তার পরিবারের উৎসাহেই মিডিয়া জগতে আসা।

১৯৮০ সালের দিকে প্রথম টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে পল অয়াকারের মিডিয়া জীবন শুরু এর পর একে একে তিনি অভিনয় করেন, “Meet the Deedles.” “Pleasantville,” ‘’Varsity Blues” “She’s All That” সহ আরও অনেক জনপ্রিয় ছবিতে।

২০০০ সালে পল ওয়াকারের অভিনীত ছবি “The Skulls” তে তার অভিনয় দেখেই প্রযোজক Neal H. Moritz এর নজরে আসেন তিনি, এর পর পল ওয়াকারকে “Fast & Furious” ছবিতে অভিনয়ের জন্য পছন্দ করেন।

পল ওয়াকারের অভিনীত “Fast & Furious” ছবির সর্বশেষ ৬ নম্বর সিক্যুয়াল সারা বিশ্বে ৭৮৮ মিলিয়ন ডলার ব্যবসা করে।

পল ওয়াকারের ফেসবুক পেজে দেয়া বিবৃতিঃ

Confirmation-Of-Death-Of-Paul-Walker-On-His-Official-Facebook-Page

সূত্রঃ দি টেকজার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali