দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধাপরাধের অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর না করতে নোটিশ দেওয়া হয়েছে। তার আইনজীবি ব্যারিস্টার আবদুর রাজ্জাক আজ এ নোটিশটি দিয়েছেন।
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর আপিল বিভাগ গত ১৭ সেপ্টেম্বর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয়। এর ভিত্তিতে ট্রাইব্যুনাল রোববার কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করে।
নোটিসে বলা হয়, “ক্রটিপূর্ণ পরোয়ানার ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরে অগ্রসর না হতে অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে রায় পুনর্বিবেচনায় আমাদের মক্কেলের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কোনো পদক্ষেপ না নিতেও আনুরোধ করা হচ্ছে, যে আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যে তিনি শুরু করেছেন।” সূত্র: বিডিনিউজ২৪.কম