দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি শেষে আজ আদালত এই মামলা খারিজ করে দিয়েছে।
গতকাল বুধবারও এ বিষয়ে শুনানি হয় এবং আজ পুনরায় শুনানির জন্য মুলতবি করা হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ আজ সকাল সাড়ে ৯টার দিকে শুনানি শুরু হয় দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন। এ রায়ের ফলে ফাঁসি কার্যকরে আর কোন বাধা রইলো না।
প্রধান বিচারপতি প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ বৃহস্পতিবার বেলা ১২ টা ৮ মিনিটে এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা), বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, গত মঙ্গলবার কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। সরকারের দুই প্রতিমন্ত্রীও রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। সেই মোতাবেল কাদের মোল্লার আত্মীয়স্বজনদের জেলখানায় ডাকা হয়। তারা সাক্ষাৎ করে আসেন। এরপর হঠাৎ করেই ফাঁসির কার্যক্রম স্থগিত করা হয়। কাদের মোল্লার আইনজীবিরা চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাসায় হাজির হন। রাত সাড়ে ১০টার দিকে পরদিন বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফাঁসির কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আপডেট: রিভিউ খারিজের আদেশ কারাগারে যাচ্ছে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংক্ষিপ্ত আদেশে স্বাক্ষর করেছেন বিচারপতিরা, কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ে যাবে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।