দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ অবশেষে সকল আইনি জটিলতা শেষে কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হবে আজ রাতে, ইতোমধ্যে কারা কর্তৃপক্ষের নির্দেশে কাদের মোল্লার স্বজনরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল গেইটে পৌঁছেছেন!
সর্বশেষ খবরে জানা গেছে কারা কর্তৃপক্ষ বিশেষ লাল খামের চিঠির মাধ্যমে কাদের মোল্লার পরিবারকে কারাগারে ডেকে পাঠিয়েছেন। কাদের মোল্লার পরিবারের পক্ষ থেকে কাদের মোল্লার ছেলে হাসান জামিল জানিয়েছে তারা কিছুক্ষণের মাঝেই জেল গেইটের উদ্দেশ্যে রউনা দিয়েছেন।
এদিকে কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা মাঈন উদ্দিন খন্দকার জানিয়েছেন ফাঁসি যেখানে স্থগিত হয়েছিলো সেখান থেকেই আবার শুরু হবে। এখানে কোন সমস্যা নেই, সব প্রস্তুতি কারাকর্তৃপক্ষের পক্ষ থেকে নেয়া আছে।
উল্লেখ্য এর আগে ফাঁসি কার্যকর করার জন্য জল্লাদ, ম্যানিলা রোপ সহ অন্যান্য সকল প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। হঠাৎ কাদের মোল্লার আইনজীবীদের করা রিভিও আবেদনের জন্য ফাঁসি দেয়ার নির্দিষ্ট তারিখে তা বিচারপতি মাহমুদ হসানের নির্দেশে ফাঁসি স্থগিত করা হয়।
এর আগে কারা কর্তৃপক্ষ জানিয়েছিল “সরকারের সিদ্ধান্ত পেলে যেখানে থেমেছিলাম, সেখান থেকেই কাজ শুরু করব।”
বিকেলে আইন মন্ত্রণালয়ে সরকারী উচ্চ পর্যায়ের বৈঠক বসে, সেখানেই সকল আইনি বাঁধার বিষয়ে আলোচনার পর কাদের মোল্লার ফাঁসি আজ রাতেই কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় সিদ্ধান্ত নেন।