দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানীর মতিঝিলে জামায়াত-শিবিরের তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেলা সোয়া ২টার দিকে এ তাণ্ডব শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে।
হঠাৎ করে জুমার নামাজের পর জামায়াত-শিবিরের একটি জঙ্গি মিছিল ফকিরাপুল থেকে এসে মতিঝিল এজিবি কলোনী এলাকার আইডিয়ার কলেজের সামনে এসে গাড়িতে অগ্নিসংযোগ শুরু করে। এ সময় পুলিশ বাধা দিলে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় কর্তব্য পালনরত বাংলাভিশনের সিনিয়র ফটো সাংবাদিক উজ্জল দাস ও এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। জামায়াত-শিবির ওই এলাকায় অন্তত ১৫টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। গণহারে এ সময় গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পেট্রোল ঢেলে আগুন জ্বালানো হয়েছে।
অপরদিকে রামপুরা টিভি ভবনের কাছে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। ওইসব এলাকায় এখনও ব্যাপক সহিংসতা চলছে।