দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ মেরিওন মারগারিট ছিলেন একজন অ্যাডভোকেট, জীবনের প্রায় দীর্ঘ ৩৫ বছর ধরে দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়ার খবরের টেপ সংগ্রহ করে গেছেন, তার সংগৃহীত সংবাদের রেকর্ড প্রায় ৮ লক্ষ ঘন্টা, তিনি ৮৩ বছর বয়সে শ্বাস তন্ত্রের জটিলতার কারণে মারা যান।
যদিও লাইব্রেরিঅ্যান মেরিওন মারগারিট মারা যান ২০১২ সালে কিন্তু তার সংগৃহীত বিশাল এই সংবাদ রেকর্ড প্রথম মিডিয়ার সামনে নিয়ে আসেন তার সন্তান Michael Metelits। Michael জানিয়েছে তার মা যেকোনো মূল্যে দেশীয় এবং আন্তর্জাতিক সকল খবর সংগ্রহ করতেন। তিনি মিডিয়া থেকে এসব খবর সংগ্রহ করতে একসাথে ৮টি রেকর্ডার ব্যবহার করতেন এবং প্রতি ৬ ঘণ্টা পর পর তিনি রেকর্ডারের টেপ কিংবা ক্যাসেট পরিবর্তন করতেন নিজ দায়িত্বে। এসময় মারিওন মারগারিট কারো সাহায্য নিতেন না!
মেরিওন মারগারিটের ছেলে মাইকেল আরও বলেন, আমার মা ছিলেন অত্যন্ত দায়িত্ব সচেতন এবং তিনি জানতেন তার কাজ তাকেই করতে হবে ফলে নিজের কোন কাজে তিনি কারোর সাহায্য কামনা করতেন না, সংবাদের রেকর্ড সংগ্রহ করা তার একটি নেশা ছিল।
এদিকে আন্তর্জাতিক আর্কাইভ সংরক্ষণের ডাইরেক্টর Roger Macdonald বলেন, মেরিওনের এই সংগ্রহ অত্যন্ত মূল্যবান ইতিহাসের সাক্ষী যা সাধারণত এক সাথে একজন মানুষের সংগ্রহে থাকা কিংবা পাওয়া অত্যন্ত দুর্লভ ঘটনা। ইতোমধ্যে মেরিওনের এসব সংগ্রহ আমরা ডিজিটাল রূপ দিতে চেষ্টা করছি, ফলে এই ডিজিটালে রুপান্তর সম্ভব হলে আমরা তা খুব দ্রুত ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মানুষের জন্য উম্মুক্ত করে দেব।
মেরিওনের রেকর্ড করা বেশীর ভাব টেপ রেকর্ড Boston এ তার পুরোনো বাড়িতে রয়ে গেছে ফলে সেখান থেকে এসব টেপ অবশেষে লাইবেরিয়াতে আনা হয়েছে, এসব রেকর্ড লাইবেরিয়াতে আনতে অবশ্য প্রায় ১৬ হাজার ডলার খরচ হয়েছে যার বিষয়ে উদ্যোগতারা জানিয়েছেন এটা তেমন কোন বিষয় নয়, রেকর্ড সমূহ আমাদের কাছে অনেক মূল্যবান।
এদিকে মেরিওনের সন্তান নিজের মায়ের এসব রেকর্ড আবার ডিজিটাল করার উদ্যোগ নেয়াতে নিজের মন্তব্যে জানান, আজ আমার মা বেঁচে থাকলে তিনি অবশ্যই অনেক খুশী হতেন নিজের এসব সংগ্রহ এভাবে ডিজিটাল করা হচ্ছে এবং মানুষের প্রয়োজনে ব্যবহার করা হবে জেনে।
ধন্যবাদান্তেঃ NBCphiladelphia