দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পানিতে মোবাইল ফোন পড়ে যাওয়া একটি সাধারণ ঘটনা, এতদিন পানিতে যদি কোন মোবাইল পড়ে যেত তা আর ব্যবহার করা যেতনা, তবে এবার নতুন বাজারে আসা Reviveaphone দিয়ে আপনি খুব সহজেই পানিতে পড়া মোবাইল ডিভাইজ পুনরায় সচল করতে পারবেন।
Reviveaphone তৈরি করেছেন Oliver Murphy নামের ২০ বছরের একজন যুবক। এর মাধ্যমে যেকোনো বৈদ্যুতিক যন্ত্র পানিতে পড়ে নষ্ট হয়ে গেলে তা খুব সহজেই সচল করা সম্ভব, Reviveaphone তৈরি হয়েছে এক প্রকার তরল দিয়ে যা পানিতে নষ্ট হয়ে যাওয়া মোবাইলের যন্ত্রাংশ আবার সচল করতে সাহায্য করে এবং মোবাইলের যন্ত্রাংশ সমূহ পানির মাধ্যমে যে ক্ষতি সাধিত হয় তা আবার পুনরায় ঠিক হয়ে যায় Reviveaphone ব্যবহার করলে।
Reviveaphone প্রয়োগের মাত্র ২৪ ঘন্টার মাঝেই যেকোনো মোবাইল ফোন আবার আগের মত সচল হয়ে যাবে বলে Oliver Murphy মিডিয়াকে জানান, তিনি আরও বলেন, Reviveaphone একটি শক্তিশালী সল্যুশন যার মাধ্যমে সকল প্রকার পানি শুষে আসে এবং মোবাইলের আভ্যন্তরীণ যন্ত্রাংশ পুনরায় কর্মক্ষম হয়ে যায়। Reviveaphone কে সারাবিশ্বে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান উদ্ভাবক Oliver Murphy।
আমাদের মূল্যবান স্মার্ট ফোন সমূহ যেকোনো সময় পানিতে পড়ে যেতে পারে, এবং অনেকের এধরণের অভিজ্ঞতা রয়েছে, এবং স্মার্ট ফোন সমূহ পানিতে পড়ে গেলে তা আবার পুনরায় সচল করা অত্যন্ত দুস্কর একটি কাজ, এই দুস্কর কাজ এবার Reviveaphone এর মাধ্যমে খুব সহজ হয়ে যাবে বলেই আশা করা হয়। এছাড়া Reviveaphone দিয়ে খুব সহজেই পানিতে নষ্ট হওয়া অন্যান্য যন্ত্রপাতি যেমন সিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, রিমোট ইত্যাদি ঠিক করা সম্ভব।
চলুন দেখে নিই কিভাবে Reviveaphone কাজ করেঃ
http://youtu.be/zzvUq5hznf8
যে কেউ Reviveaphone কিনতে নিতে পারেন ১৯’শ টাকায় এখান থেকে। আশা করা যায় অচিরেই বাংলাদেশেও পাওয়া যাবে।
সূত্রঃ দি টেক জার্নাল