দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ Tia McCarthy নামের কন্যা শিশু ১০ বছর বয়সে এসে জীবনের প্রথম কোন খাবার মুখ দিয়ে খেয়েছে। জন্মের পর থেকে জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে সে এর আগে যে কোন ধরণের খাবার খেতে সক্ষম ছিলনা।
ইংল্যান্ডের নাগরিক Tia McCarthy তার জন্মের পর থেকে জীবনের ১০টি বছর টানা মুখ দিয়ে কোন খাবার খেতে পারতনা। তাঁকে তল পেট দিয়ে টিউবে ভরে খাবার দেয়া হত। সফল অপারেশনের পর Tia McCarthy কে প্রথমিক ভাবে দই, টমেটো সস, তরল খাবার দেয়া হয়েছে।
জন্ম থেকে Tia McCarthy এর খাদ্যনালী ও পাকস্থলীর আলাদা ছিল ফলে তার কখনোই ক্ষুদা লাগতনা এবং পাকস্থলী থেকে খাবার খাদ্যনালীতে যাওয়ারও কোন ব্যবস্থা ছিলনা, যার কারণে সে মুখ দিয়ে আহার করতে পারতনা। এই ভাবে Tia McCarthy দীর্ঘ ১০ বছর বেঁচে থাকার পর অবশেষে চিকিৎসকরা তার খাদ্যনালী ও পাকস্থলীর মাঝে যোগসূত্র তৈরি করেছেন।
Tia McCarthy এর মা Sue মেয়ের সফল অপারেশনের পর নিজের মন্তব্যে বলেন, “আমি আমার মেয়ের জন্য এখন অনেক আনন্দিত আমি সব সময় দীর্ঘ ১০ বছর আমার মেয়ে নিজের মুখে খাবে এই আশায় দিন গুনেছিলাম অবশেষে সে নিজের মুখে খেতে পারছে এটা আমার কাছে অনেক বেশি পাওয়া। এই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবনা”
চলুন ভিডিওতে দেখে নিইঃ
http://youtu.be/4vIjIqPPUSU
Tia McCarthy এর মা Sue আরও বলেন আমি এতদিন অনেক সঙ্কিত ছিলাম আমার মেয়ে এভাবে আর কতদিন বেঁচে থাকবে! কিন্তু সে এখন নিজের মুখে খাচ্ছে ফলে সে ধীরে ধীরে বড় হয়ে নিজের পায়ে দাড়াতে পারবে আমি এটি চেয়েছিলাম সব সময়।
সূত্রঃ ইউটিউব