দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে বিরোধী দলের চলমান আন্দোলনের কারণে জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর পরীক্ষা নেয়ার ক্ষেত্রে নানান ঝামেলায় পড়তে হলেও ৩০ ডিসেম্বর সকল সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হবে।
এবারের জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর পরীক্ষা চলাকালে বিরোধী দলের দেয়া টানা হরতালে কার্যত শিশুরা সমাপনী পরীক্ষা দিতে নানান বিড়ম্বনায় পড়ে। নির্দিষ্ট রুটিনের সময়ের বাইরে গিয়ে বন্ধের দিনেও পরীক্ষা নেয়া হয়। এতে পরীক্ষা শেষ হতে বাড়তি সময় লাগে ফলে সময় মত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়া নিয়ে দ্বিধা তৈরি হয়।
শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষা শেষ হতে নির্দিষ্ট সময়ের বেশি সময় লাগলেও আমরা ফলাফল প্রকাশে দেরি করবোনা, শিশুরা নিজ নিজ ফলাফল ডিসেম্বর মাসেই পেয়ে যাবে এবং জানুয়ারির এক তারিখ থেকে নতুন ক্লাসে পাঠ গ্রহণ করবে।”
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
উল্লেখ্য এই বছর জেএসসি-জেডিসিতে ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে মোট ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।