দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান প্রযুক্তির যুগে কত রকম রোবট তৈরি হচ্ছে কিন্তু এবার তৈরি হল সম্পূর্ণ আলাদা রোবট যা অন্যান্য আর ১০ টি রোবটের মত এর কোন বাহু কিংবা অবলম্বন নেই! এটি একটি ঘনক আকৃতির রোবট তাই এর নাম করণ করা হয়েছে Cubli নামে।
ETH Zurich ইন্সিটিউট Cubli কে তৈরি করেছে, Cubli এর কোন পা কিংবা হাত নেই এটি ঘনক অর্থাৎ এর ৬ ইঞ্চির এই রোবট নিজে থেকে নিজের ভারসাম্য ধরে রাখতে পারে, এটি সোজা, বাঁকা, কোণাকুণি কিংবা সমতল সকল অবস্থায় নিজেকে নিজেই নিয়ে যেতে পারে। এছাড়া Cubli লাফ দিয়ে উপরে উঠতে পারে, গড়িয়ে গড়িয়ে এদিক সেদিক যেতেও পারে।
ইঞ্জিনিয়াররা একে ১৫ cm × ১৫ cm × ১৫ cm মাপে তৈরি করেছেন ফলে এটি কিউবিক বা ঘনকের আকৃতি নিয়েছে এতে প্রত্যেক সমতলে একটি করে বৈদ্যুতিক পাখা সাথে ব্যাটারি এবং embedded processor রয়েছে। এটি নিজের প্রোসেসরের মাধ্যমে নিজে থেকেই পাখা ব্যবহার করে অবস্থান পরিবর্তন সহ লাফ দিতে পারে।
Cubli মানের এই রোবট যদি একবার নিজের কোণাকুণি অবস্থায় যায় তবে এটি এর ঘনক আকৃতির প্রতিটি দলে থাকা পাখার সাহায্যে নিজের ভারসাম্য ধরে রাখতে পারে, এর প্রোসেসরে বিশেষ বিশেষ ব্যবস্থা দেয়া আছে এর ফলে এটি তলের দূরত্ব বোঝা এবং সেখানে প্রয়োজনীয় বাতাস সঞ্চালন করার মাধ্যমে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম। একই সাথে এটি নিজে নিজে হেটে বেড়াতেও সক্ষম।
ভিডিওঃ
এদিকে বিশেষজ্ঞরা এধরণের রোবট আবিষ্কারকে যুগান্তকারী হিসেবে বর্ণনা করেছেন, ধারণা করা হচ্ছে Cubli এর প্রযুক্তি ভবিষ্যতে মহাকাশযানের আধুনিকায়নে কাজে লাগানো হবে।
সূত্রঃ দি টেক জার্নাল