দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স সপ্তাহব্যাপি আয়োজন করতে যাচ্ছে অনন্ত জলিল প্রযোজিত এবং অভিনীত ৪টি ছায়াছবি।
২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সপ্তাহব্যাপি আয়োজিত হবে দেশের বর্তমান চলচিত্র জগতের সবচেয়ে আলোচিত নায়ক অনন্ত জলিল এবং বর্ষা অভিনীত ৪টি ছায়াছবি। স্টার সিনেপ্লেক্সের বিবৃতিতে বলা হয় সপ্তাহব্যাপি প্রদর্শন হতে যাওয়া অনন্তের ৪টি ছবি হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘হূদয় ভাঙা ঢেউ’, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘দ্য স্পিড’, অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’, ও অনন্ত জলিল পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’।
অনন্ত জলিল নিজের এসব ছায়াছবি স্টার সিনেপ্লেক্সে প্রদর্শন হওয়া নিয়ে বলেন, “আমার মোট ৪টি ছবি ২৭ ডিসেম্বর থেকে টানা এক সপ্তাহ স্টার সিনেপ্লেক্সে প্রদর্শন করা হবে, বিষয়টি অত্যন্ত সময় উপযোগী, আমার ছবির অনেক দর্শক এই উদ্যোগের ফলে আবার ছবি গুলো হলে বসে দেখতে পাবে। আমি নিজেও হলে গিয়ে দর্শকদের সাথে ছবি সমূহ উপভোগ করব।”
এদিকে অনন্তের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ২৯ ডিসেম্বর দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে উপস্থিত থাকবেন এবং দর্শকদের সাথে সরাসরি মতবিনিময় করবেন।
উল্লেখ্য অনন্ত জলিল নিজে এবং তার অভিনীত ছবিগুলোও নানা বৈশিষ্ট্যের কারণে দর্শকমহলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত।