দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাকির্ন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা কর্তৃক পরিচালিত মহাকাশ মিশন ছিল অ্যাপোলো মহাশূণ্য মিশন বা Apollo program। যা প্রজেক্ট অ্যাপোলো নামেও পরিচিত। এই প্রকল্পের অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমেই চাঁদে প্রথম মানুষের পা পড়ে। ৪৫ বছর আগে ১৯৬৮ সালে তিনজন মহাকাশচারী অ্যাপেলো ৮ মিশনের আওতায় চাঁদ এবং পৃথিবীর অসংখ্য ছবি তুলতে সক্ষম হয়েছিলেন। এই মিশনটিতেই প্রথম চাঁদের কক্ষপথ থেকে তোলা হয় পৃথিবী উদয়ের রঙিন ছবি। সম্প্রতি মিশনটির ৪৫ বছর পূর্তি উপলক্ষ্যে, নাসা অ্যাপোলো মিশনে তোলা ১৭,০০০ ছবি অবমুক্ত করেছে।
অ্যাপোলো ৮, যুক্তরাষ্ট্রের অ্যাপোলো স্পেস প্রোগ্রাম-এর দ্বিতীয় মনুষ্যবাহী যান। এটি ১৯৬৮ সালের ২১শে ডিসেম্বর পৃথিবী হতে উৎক্ষিপ্ত হয় এবং প্রথম মনুষ্যবাহী মহাকাশযান হিসেবে পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ-এর কক্ষপথে পৌছে। মিশনটিতে তিনজন মহাকাশচারী কমান্ডার ফ্রাঙ্ক বর্মেন, কমান্ড মডিউল পাইলট জেম্স লভেল্ এবং লুনার মডিউল পাইলট উইলিয়াম অ্যান্ডারস্ প্রথম মানব হিসেবে পৃথিবীকে কৃত্রিম উপগ্রহ থেকে দেখার সৌভাগ্য অর্জন করেন। অ্যাপোলো ৮ এর সফল অভিযানের ধারাবাহিকতায় অ্যাপোলো ১১ চাঁদের উদ্দেশ্যে অভিযান চালানোর ভরসা পায়। অ্যাপোলো ১১ অভিযানই চন্দ্র বিজয় করতে সক্ষম হয়। এই অভিযানে অংশ নেন নীল আর্মস্ট্রং, কমান্ড মডিউল চালক মাইকেল কলিন্স, এবং চান্দ্র অবতরণযানের চালক এডুইন অল্ড্রিন জুনিয়র। জুলাই ২০ তারিখে আর্মস্ট্রং ও অল্ড্রিন প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।
অ্যাপোলো ৮ থেকে মহাকাশচারীরা কিভাবে পৃথিবী উদয়ের ছবি তুলেছিলেন তার ভিডিও পুনঃপ্রকাশ করেছে যা চাঁদের কক্ষপথ থেকে পৃথিবী উদয়ের ভিডিও প্রকাশ করল নাসা! শিরোনামের লেখাতে দেখেছিলাম। এবার অ্যাপোলো মিশনের অবমুক্ত করা ১৭,০০০ ছবি থেকে বাছাই করা কতকগুলো ছবি দেখবো নিচের ফটোগ্যালারিতে:
তথ্যসূত্র: দি টেক জার্নাল, উইকিপিডিয়া, ডেইলিমেইল