দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ Tatsuo Horiuchi নামের ৭৩ বছরের বৃদ্ধ কেবল মাত্র এক্সেল সফটওয়্যার দিয়ে এঁকেছেন অসাধারণ দৃষ্টি নন্দন কিছু ছবি, যা সাধারণ রঙ তুলিতে আঁকা অনেক কষ্ট সাধ্য।
Tatsuo Horiuchi আজ থেকে প্রায় ১৩ বছর আগেই নিজের চাকরির অবসরের পর থেকে ডিজিটাল ছবি আকার বিষয়ে বিশেষ প্রচেষ্টা শুরু করেন। কিন্তু তখন তার পক্ষে ডিজিটাল ছবি আকার জন্য বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যার হার্ডওয়্যার অনেক উচ্চমূল্য হওয়াতে কেনা সম্ভব হয়নি, সে সময় তিনি সে সব কিনতে পারেননি। তবে তে তার উদ্যম কমেনি তিনি সাশ্রয়ী এক্সেল দিয়েই তার চেষ্টা চালিয়ে যান।
Horiuchi দীর্ঘ দিন এক্সেল নিয়ে নানান ভাবে ছবি আকার চেষ্টা করেন তবে তার উদ্যম এবং কঠিনকে বসে আনার প্রয়াস তাঁকে এক্সেল দিয়েই ছবি আঁকতে সফল করে। দীর্ঘ চেষ্টা শেষে তিনি জাপানের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী বেশ কিছু বিষয়বস্তু নিজের ছবিতে তুলে আনেন। এতে তিনি ২০০৬ সালের Excel Autoshape চিত্র প্রতিযোগিতার বিজয়ী হন।
চলুন তার চিত্র সমূহ দেখে নিইঃ
আপনারা যারা বিষয়টি অবিশ্বাস্য ভাবছেন তাঁরা চাইলে নিচে থেকে raw ফাইল সমূহ ডাউনলোড করে দেখতে পারেন।
Cherry Blossoms at Jogo Castle (2006)
সূত্রঃ Boredpanda