দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাওবাব গাছ আফ্রিকার জনপ্রিয় এবং উপকারী বৃক্ষ হিসেবে পরিচিত, এসব গাচ হাজার হাজার বছর জুড়ে বেঁচে থাকে এবং দীর্ঘ সময়ে এর ভেতরে তৈরি হয় সুড়ঙ্গ এবং এতে মানুষ সহ নানান প্রাণীর বাসসস্থান গড়ে তুলে, আজ আপনাদের এমন এক বাওবাব গাছের সাথে পরিচিত করাব যা কিনা দীর্ঘ বয়স এবং বিশাল আয়তনের থেকেও এর ভেতরে গড়ে উঠা স্থাপনার জন্য বিখ্যাত!
দক্ষিণ আফ্রিকার লিম্পুপু প্রদেশে হাজার বছর বয়সের এক বিশাল বাওবাব গাছ রয়েছে যা এতোই বিশাল এবং ব্রিস্তিত যে এর ভেতরে কয়েক’শ বছরের সময়ের মাঝে তৈরি হয়েছে বিশাল সুড়ঙ্গ এবং সেখানে ১৯৩৩ সাল থেকে গড়ে উঠেছে এই গাছের মালিকের দেয়া একটি পানশালা!
পানশালাটি এতোই সুন্দর যে সেখানে না প্রবেশ করলে কেউ বুঝবেনা ভেতরে তার জন্য কি আশ্চর্য অপেক্ষা করছে! পানশালাটি শুরু থেকেই Van Heerden নামের এক ব্যক্তির পরিবারের সদস্যরা বংশানুক্রমে চালিয়ে আসছে। পানশালায় এক সাথে ১৫ জন মানুষ অবস্থান করতে পারেন, তবে ভেতরে প্রবেশের জন্য প্রতিদিন অসংখ্য মানুষ বাইরে লাইনে দাঁড়ান।
সূত্রঃ viralnova