দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে জাতীয় প্যারেড মাঠে বাংলাদেশের ২৭ হাজার ১১৭ জন জনগণের সরাসরি অংশ গ্রহণের মাধ্যমে তৈরি করা বিশাল মানব পতাকা অবশেষে শনিবার গিনেস বুক অন্তর্ভুক্ত হয়েছে!
গিনেস রেকর্ড বুকের শনিবার অনুমদন দেয়ার পরপরেই বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা তৈরির রেকর্ড আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি পেল। এই স্বীকৃতি সমগ্র বাংলাদেশীদের বিশ্বের দরবারে নতুন করে প্রতিষ্ঠিত করল। আপনারা চাইলে সরাসরি এখানে ক্লিক করে গিনেস রেকর্ডে বাংলাদেশের অবস্থান দেখতে পারেন।
বিগত ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে মোবাইল অপারেটর রবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় মানব পতাকা তৈরির রেকর্ড ইভেন্ট। এই ইভেন্টে অংশ গ্রহণ করে বাংলাদেশের অসংখ্য স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকরা। মোট ২৭ হাজার ১১৭ জন মানুষের হাতে তৈরি করা হয় অপরূপ সুন্দর বাংলাদেশের লাল সবুজ জাতীয় পতাকা, যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় পতাকা হিসেবে আলোচনায় উঠে আসে।
গিনেস রেকর্ড বুকে বাংলাদেশের জাতীয় পতাকার নাম আসার আগে সেখানে পাকিস্তানিরা ২৪ হাজার ২০০ জনের মানব পতাকা তৈরি করে অবস্থান করছিল, বাংলাদেশের এই রেকর্ড মানব পতাকা তৈরির মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানকে হটিয়ে শীর্ষে উঠে এল।
সূত্রঃ গিনেস বুক অব রেকর্ড