দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোপা দেল রেতে গেতাফেকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা আর এই জয়ে বার্সার হয়ে দুই গোল করেছেন আর্জেন্টাইন ফুটবল আশ্চর্য লিওনেল মেসি, এই ম্যাচের মাধ্যমে প্রায় দীর্ঘ দুই মাস পরে মেসিকে আবার মাঠে দেখা গেল বার্সার জার্সি গায়ে।
গেতাফের সাথে নিজেদের মাঠ ক্যাম্প নউতে শুরুতে অবশ্য ৬৪ মিনিট মেসিকে মাঠে নামানো হয়নি, ৬৪ মিনিট পরেই বার্সা বস জেরার্দো মার্তিনো মেসিকে মাঠে নামান আন্দ্রেস ইনিয়েস্তার বদলি হিসেবে। মাঠে নেমেই মেসি যেন আবার হাজারো দর্শকে মন্ত্র মুগ্ধ করে দিয়ে জানান দেন দীর্ঘ দুই মাস মাঠের বাইরে থেকেও তিনি একটুও ছন্দ হারাননি।
ম্যাচের মেসির প্রথম গোল আসে ৮৯ মিনিটে, এসময় ডিবক্সের ভেতরে পায়ে বল পেয়েই ঠাণ্ডা মাথায় দ্রুত তা কোণাকুণি জালে পাঠিয়ে দেন, এসময় ক্যাম্প নউতে দর্শকরা আনন্দে মেতে উঠেন।
মেসি নিজের দ্বিতীয় গোলটি করেন ইনজুরি সময়ে, এসময়ে ডান উইং থেকে দ্রুত বল নিয়ে এগিয়ে যান মেসি, আসে পাশে থাকা গেতাফের দুইজন খেলোয়াড়কে নিজের অসাধারণ ডিব্লিংয়ে বোকা বানিয়ে বল জালে পাঠিয়ে দেন এবং নিজের দ্বিতীয় গোল নিশ্চিত করেন।
মেসি মাঠে নামার আগেই অবশ্য বার্সার জয় রথ চালু করে দেন ফ্যাব্রেগাস, এই ম্যাচে ফ্যাব্রেগাসও দুই গোল করেন।
বার্সেলোনার পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ শনিবার, বর্তমান মৌসুমে বার্সার মুখো মুখী অবস্থান নেয়া প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। তবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষের ম্যাচে কোচ জেরার্দো মার্তিনো মেসি ফিরে আসাতে অনেকটাই নির্ভার থাকতে পারবেন।
সূত্রঃ Dnaindia