দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কলোম্বিয়ার খেলোয়াড়ের ভয়ংকর এক ফাউলে ব্রাজিলের বিশ্বকাপ মিশনের কান্ডারি নেইমার পিঠে গুরুতর আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন। নেইমার এই বিশ্বকাপের পরবর্তী আর কোন ম্যাচ খেলতে পারবেনা বলে ফিফা নিশ্চিত করেছে।
শুক্রবার কলোম্বিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলার সময় নেইমারের পিঠে কশেরুকা বরাবর আঘাত করেন কলোম্বিয়ার এক খেলোয়াড়, বিষয়টি রেফারীর চোখে এড়িয়ে গেলেও নেইমার তাৎক্ষণিক মাঠে পড়ে থেকে কাৎরাতে থাকলে সতীর্থ মার্সেলো এবং অন্যান্যরা বিষয়টি রেফারীর দৃষ্টিতে আনলে খেলা বিরতি রেখে নেইমারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে নেইমারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভিডিও-
http://youtu.be/6wgsNSpiXCY
এদিকে, নেইমার মেরুদণ্ডের কশেরুকায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।
তবে নেইমারের আঘাত অস্ত্রোপচার করার মতো গুরুতর নয়। কিন্তু নেইমারের জন্য এবারের বিশ্বকাপ মিশন শেষ, কারণ নেইমারের কশেরুকা সেরে উঠতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবে, আর এই সময়ে নেইমারকে ব্রাজিল দলের বাইরে থেকেই মাঠের বাইরে থেকে খেলা দেখে যেতে হবে।
ব্রাজিল দলের মেডিক্যাল অফিসাল লাসমার বলেন, দুর্ভাগ্যবশত, নেইমার বিশ্বকাপের এই আসরে আর খেলতে পারবেন না। এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ এক টুইট বার্তায় নেইমারের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করে বলেছেন, অন্যসব ব্রাজিলিয়ানের মতো আমিও নেইমারের সুস্থতা কামনা করছি।’
অন্যদিকে, অসুস্থতাজনিত কারণে বিশ্বকাপে নেইমারের শূন্যতা ভাবিয়ে তুলেছে তার সহকর্মীদের। এদের মধ্যে হল্ক বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। এমনটা কেওই আশা করেনি।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠবারের মত বিশ্বকাপ জয়ের স্বপ্নের বিজ বোনা হয়েছিলো নেইমারকে কেন্দ্র করেই। নেইমারও খেলছিলেন দুর্দান্ত, এর আগেও বিশ্বকাপের গ্রুপ পরবের শেষ ম্যাচে চিলির এক খেলোয়াড় নেইমারকে উদ্দেশ্যমূলকভাবে ফাউল করে। এভাবে খেলার মাঠে বড় খেলোয়াড়দের ফাউল করলে এবং তা রেফারীর দৃষ্টি এড়িয়ে গেলে বিশ্বকাপে হাই প্রোফাইল খেলোয়াড়দের জন্য তা অনেকটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কারণ এবারের বিশ্বকাপে মাঠে এখন কাপের আসায় লড়ছেন অনেক দেশের দুর্দান্ত সব ফরোয়ার্ডরা, তারা কতোটা নিরাপদ হয়ে খেলবেন পরের ম্যাচগুলোতে তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী।
সূত্র- ফিফা