The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

ইংল্যান্ডে রয়েছে টাকার গাছ!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ টাকা কি গাছে ধরে? এই বাক্যের কথা সবাই জানে। গাছে টাকা না ধরলেও কোন কোন অদ্ভুত গাছ পাওয়া যায়, যাদের টাকার গাছ বলা যায়। আজ আপনাদের জানাবো এমনই একটি ইংল্যান্ডের টাকার গাছের কথা।


wishing-tree-money-bark

ইংল্যান্ডের কয়েক হাজার পর্যটক ‘ইচ্ছাপূরণ গাছ’ তৈরি করেছেন। তাদের উদ্দেশ্য পূরণের প্রক্রিয়া অদ্ভুতই বটে।

১)

money-trees

এই ‘ইচ্ছাপূরণ গাছ’ কে আদতে বলা যায় টাকার গাছ। কারণটি গাছের ছবির দিকে তাকালেই বুঝতে পারবেন।
২)

money-trees2

গাছের গায়ে মুদ্রা হাতুড়ি দিয়ে খোদাই করা হয়েছে। ফলে গাছের বাকলে বাকলে শুধু মুদ্রা আর মুদ্রা।
৩)

money-trees3

কোন পথচারী যদি গাছের সামনে দিয়ে যান, তাহলে সে এই টাকার গাছে নিজের ইচ্ছা পূরণের সদিচ্ছায় গুঁজে দিতে পারে মুদ্রা।
৪)

money-trees4

ধীরে ধীরে সেই গাছের চেহারা হয়েছে এখনকার মত। পুরো গাছ জুড়ে মুদ্রার ঝকঝকানি দেখা যায়।
৫)

money-trees5

এইভাবে প্রতিটা গাছ মুদ্রা, পথচারীর গোপন ইচ্ছা এবং স্বপ্ন পুরণের আশা নিয়ে যেন দাঁড়িয়ে আছে।
৬)

money-trees6

এই ধরনের গাছ ইংল্যান্ডের কাম্ব্রিয়া এবং পোর্টমেরিয়ন অঞ্চলে বেশি দেখা যায়।
৭)

money-trees7

বিবিসির সূত্র মতে জানা যায় – ১৭০০ সালের দিকে সুইডিস লোকজন তাদের অসুস্থতা আরোগ্য লাভের আশায় গাছে মুদ্রা খোদাই করতেন।
৮)

money-trees8

তবে তাদের ইচ্ছা পূরণ হচ্ছে কিনা সেটা নিশ্চিত না হওয়া গেলেও এইধরনের গাছ তৈরির ঐতিহ্য এখনও টিকে আছে।

মানুষের ইচ্ছা পূরণের বিভিন্ন রকম পদ্ধতিগুলো বেশ চমকপ্রদ বটে। আমাদের দেশের মাজারগুলোতেও এরকম ইচ্ছাপূরণের গাছ দেখতে পারা যায়। যাই হোক না কেন এইসব ঘটনা আমাদের আনন্দ – বিষ্ময়ের মুখোমুখি করে তাতে কোন ভুল নেই।

তথ্যসূত্রঃ ভিরালনোভা

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali